A
খাগড়াছড়ি
B
রাঙ্গামাটি
C
বান্দরবান
D
কক্সবাজার
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে, যার মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ৩০০টি আসন। বাকিগুলো সংরক্ষিত নারী আসন হিসেবে নির্ধারিত।
-
জাতীয় সংসদের ১নং আসন হলো পঞ্চগড়-১।
-
বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি—এই তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
জাতীয় সংসদের ৩০০নং আসন হলো বান্দরবান।
উৎস:

0
Updated: 16 hours ago
প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটি?
Created: 4 days ago
A
ইলিশ
B
মসলিন
C
জামদানি শাড়ি
D
বাগদা চিংড়ি
জিআই (Geographical Indication) পণ্য
-
সংজ্ঞা:
-
জিআই বা ভৌগলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও ঐ অঞ্চলের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাবিত পণ্যকে প্রদান করা হয়।
-
অর্থাৎ, সেই পণ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকা থেকে উৎপাদনযোগ্য।
-
-
স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান:
-
WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
-
আইনি ভিত্তি:
-
বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
-
-
দেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য:
-
জামদানি শাড়ি
-
২০১৬ সালে জামদানি দেশের প্রথম জিআই হিসেবে নিবন্ধিত হয়।
-
উৎস:
i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট
ii) প্রথম আলো

0
Updated: 4 days ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে আত্মসমর্পণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব উত্থাপন করেছিল কোন দেশ?
Created: 2 weeks ago
A
জার্মানি
B
বেলজিয়াম
C
ভারত
D
পোল্যান্ড
বাংলাদেশ বিষয়াবলি
জাতিসংঘের বিভিন্ন সংস্থা
পাকিস্তান
বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে আত্মসমর্পণের প্রস্তাব (ডিসেম্বর ১৯৭১)
-
৩ ডিসেম্বর পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সক্রিয় হয়ে ওঠে।
-
যুদ্ধ থামাতে এবং বাংলাদেশের স্বাধীনতার অগ্রগতি রোধ করতে পাকিস্তানের সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।
-
১৫ ডিসেম্বর ১৯৭১ সালে পোল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে, যাতে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়।
-
প্রস্তাবের খসড়া উপস্থাপন করেন পোলিশ কূটনীতিক আইভান কুলাগা।
-
প্রস্তাবে উভয় পক্ষকে ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি বজায় রাখতে বলা হয় এবং পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।
পোল্যান্ডের প্রস্তাবের মূল পয়েন্টসমূহ
-
ক্ষমতা শান্তিপূর্ণভাবে ১৯৭০ সালের নির্বাচিত জনগণপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে হবে।
-
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে সব এলাকায় সামরিক অভিযান বন্ধ হবে এবং ৭২ ঘণ্টার জন্য প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হবে।
-
যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথেই পাকিস্তানি সশস্ত্র বাহিনী পূর্ব সংঘাতের স্থান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে।
-
পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের সকল বেসামরিক কর্মী এবং অন্য যে কেউ দেশে ফিরে যেতে চায়, তারা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদভাবে যাত্রা করতে পারবে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে কেউ নির্যাতনের শিকার হবে না।
-
৭২ ঘন্টার মধ্যে সৈন্য প্রত্যাহার শুরু হলে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে; ভারতীয় সশস্ত্র বাহিনী পূর্ব পাকিস্তান থেকে প্রত্যাহার করবে।
-
শক্তি প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত ভূখণ্ড কোনো পক্ষ ধরে রাখতে পারবে না; ভারত ও পাকিস্তান উভয় সরকার অবিলম্বে তাদের প্রতিনিধির মাধ্যমে আলোচনার সূচনা করবে।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও সংবাদপত্রের রিপোর্ট।

0
Updated: 2 weeks ago