'Giving someone the cold shoulder' means-
A
To torture somebody
B
To harm somebody
C
To appreciate somebody
D
To ignore somebody
উত্তরের বিবরণ
উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর হলো To ignore somebody। Cold shoulder বলতে বোঝায় অভিপ্রেতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে অবন্ধুসুলভ আচরণ দেখানো। এটি ইংরেজিতে বোঝানো হয় a show of intentional unfriendliness / an unfriendly attitude shown, এবং বাংলায় এর মানে অবন্ধুসুলভ আচরণ।
-
উদাহরণ বাক্য (Ex. Sentence): He showed a cold shoulder when danger came.
বাংলা অর্থ: সে বিপদের সময় মুখ ফিরিয়ে নিলো।
0
Updated: 1 month ago
The word 'flying' in the sentence 'Look at the flying bird' is-
Created: 1 month ago
A
gerund
B
participle
C
verbal noun
D
gerundial infinitive
বাক্যটি হলো "Look at the flying bird"। এখানে flying শব্দটি একটি participle। কারণ এটি একই সাথে verb এবং adjective এর কাজ করছে। নিচে participle সম্পর্কিত বিস্তারিত আলোচনা দেওয়া হলো।
-
Participle হলো verb-এর এমন একটি রূপ যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) যুক্ত হয়ে গঠিত হয়।
-
এটি অনেক সময় adjective হিসেবে ব্যবহৃত হয়ে কোনো noun-কে বর্ণনা বা modify করে।
-
অর্থাৎ participle একই সাথে verb এবং adjective হিসেবে কাজ করে।
Participle সাধারণত তিন প্রকার:
-
Present Participle – যেমন: Do not disturb a sleeping dog.
-
Past Participle – যেমন: This is a book written by Charles Dickens.
-
Perfect Participle – যেমন: Having eaten rice, he went to bed.
-
যখন verb-এর সাথে -ing যোগ হয়ে adjective-এর কাজ করে, তখন সেটিকে present participle বলা হয়।
-
সংক্ষেপে: present participle = verb + ing → adjective (verb-adjective)।
-
Present participle দ্বারা সাধারণত চলমান ক্রিয়া বা অবস্থা বোঝানো হয়।
"Look at the flying bird" বাক্যে flying শব্দটি bird নামক noun-কে modify করেছে এবং তার অবস্থা প্রকাশ করছে। তাই এটি একই সাথে verb ও adjective-এর ভূমিকা পালন করেছে।
সুতরাং, flying = participle।
0
Updated: 1 month ago
Which one of the following is a common gender?
Created: 1 month ago
A
king
B
sovereign
C
emperor
D
Queen
Sovereign
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
• অন্যদিকে,
• Emperor (রাজা): Masculine gender, যার Feminine gender হলো Empress (রানী).
• king (রাজা) Masculine gender, যার Feminine gender হলো Queen (রানী)।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
Which of the following is not a part of a paragraph?
Created: 2 months ago
A
Terminator
B
Topic sentence
C
Body
D
Heading
Paragraph Structure
-
Note: Heading is not a part of a paragraph; it belongs to a letter.
-
A paragraph can be divided into three main parts:
-
Beginning (Topic Sentence):
-
The first sentence of the paragraph.
-
Should be engaging and introduce the main idea.
-
-
Body:
-
Includes all sentences between the first and the last.
-
Develops and supports the main idea of the paragraph.
-
-
End (Terminator):
-
The final sentence that completes the paragraph’s thought.
-
Provides a sense of closure and emphasizes the main idea.
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago