Liza had given me two ____.
A
pair of jean
B
pairs of jean
C
pair of jeans
D
pairs of jeans
উত্তরের বিবরণ
Pair:
একটি pair হল দুইটি সমন্বিত জিনিস যা একসাথে ব্যবহার করার জন্য তৈরি। বাংলায় এর অর্থ জোড়া। উদাহরণস্বরূপ, a pair of shoes।
-
Plural: pair এবং pairs দুটিই ব্যবহৃত হয়।
-
উদাহরণসমূহ:
-
a pair of gloves/shoes
-
a pair of pants/scissors
-
Each package contains three pairs of socks
-
Jean:
Jean হল একটি মজবুত কাপড়, সাধারণত মোটা পাকানো সুতার তৈরি এবং বিশেষভাবে স্পোর্টসওয়্যার বা কাজের পোশাকে ব্যবহৃত হয়। বাংলায় এর অর্থ মজবুত প্যান্ট; জিনস।
-
Plural: jeans
-
বিশেষভাবে খেয়াল রাখতে হবে:
-
যখন শুধু একটি জোড়া বোঝানো হয়, তখন বলা হয় a pair of jeans
-
যখন একাধিক জোড়া বোঝানো হয়, তখন বলা হয় pairs of jeans
-
-
যেহেতু "jeans" হলো plural noun, আমরা একাধিক সেট বোঝাতে বলি pairs of jeans। উদাহরণ: Two pairs of jeans সঠিকভাবে বোঝায় যে Liza দুটি সেট জিনস দিয়েছে।
সুতরাং সঠিক বাক্য হবে: Liza had given me two pairs of jeans।
0
Updated: 1 month ago
He advised me __ smoking.
Created: 3 months ago
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up
0
Updated: 3 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 1 month ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।
0
Updated: 1 month ago
He had written the book before he-
Created: 3 months ago
A
retired
B
had retired
C
has retired
D
will be retired
Before দিয়ে যুক্ত দুটি clause-এর টেন্স ব্যবহারের সহজ নিয়ম
যদি দুটি clause "before" দিয়ে যুক্ত হয়, তাহলে টেন্সের নির্দিষ্ট নিয়ম থাকে।
প্রথম নিয়ম: যদি "before" এর আগের অংশে Past Perfect Tense থাকে, তাহলে পরের অংশে Past Indefinite Tense হয়।
যেমন: He had written the book before he retired.
এখানে “had written” হলো Past Perfect এবং “retired” হলো Past Indefinite।
আরেকটি উদাহরণ: We had reached the school before the bell rang.
দ্বিতীয় নিয়ম: যদি "before" দিয়ে যুক্ত প্রথম অংশ Future Perfect Tense হয়, তাহলে পরের অংশে Present Indefinite Tense হয়।
যেমন: We shall have reached the school before the bell rings.
এইভাবে before দিয়ে যুক্ত দুই অংশের মধ্যে কোন টেন্স বসবে তা নির্ভর করে প্রথম অংশের টেন্সের উপর।
0
Updated: 3 months ago