Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
A
রাজনীতিবিদ
B
ক্রীড়াবিদ
C
ব্যবসায়ী
D
কূটনীবিদ
উত্তরের বিবরণ
Persona-non-grata:
- অর্থাৎ, এটি হলো একটি ল্যাটিন ভাষার expression.
- এটি একটি বিখ্যাত কূটনৈতিক পরিভাষা।
- Persona-non-grata বলতে অগ্রহণযোগ্য কূটনীতিক প্রতিনিধিকে বোঝায়।
⇒ দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয়, তবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।
- শব্দটি সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- সুতরাং এটি কূটনীতিক শ্রেনির ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। অগ্রহণযোগ্য কূটনৈতিক প্রতিনিধি বা Persona-non-grata হলো এমন একজন কূটনীতিক প্রতিনিধি যিনি আমন্ত্রণকারী রাষ্ট্রের নিকট অগ্রহণযোগ্য কূটনীতিক প্রতিনিধি এবং এই ক্ষেত্রে প্রেরক রাষ্ট্র উক্ত অগ্রহণযোগ্য কূটনীতিক প্রতিনিধিকে ফেরত নেওয়া উচিত।
- যদি না করে, তাহলে আমন্ত্রণকারী রাষ্ট্র উক্ত কূটনীতিক প্রতিনিধিকে অগ্রাহ্য করতে বা বহিষ্কার করতে পারে।
উৎস: The National Museum of American Diplomacy (.gov).

0
Updated: 1 month ago