Fill in the gap with the correct form of the verb: The police _____ informed yesterday.
A
is
B
are
C
was
D
were
উত্তরের বিবরণ
অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি Past Indefinite Tense নির্দেশ করে।
নিয়ম অনুযায়ী এই ধরনের শব্দের পরে verb এর past form ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ: I came home last night।
যথাযথ ব্যাখ্যা:
-
The police হলো আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
-
The police একটি collective noun, যা সাধারণত singular রূপে আসে, তবে plural verb এর সঙ্গে ব্যবহৃত হয়।
-
বাক্যে yesterday থাকার কারণে বোঝা যাচ্ছে এটি past indefinite tense এ আছে।
-
তাই প্রথম শূন্যস্থানটিতে were বসানো উচিত।
পূর্ণ বাক্য: The police were informed yesterday.
0
Updated: 1 month ago
A speech made without any previous thought, preparation or practice is called a/an ______.
Created: 1 month ago
A
free speech
B
extempore speech,
C
maiden speech
D
rousing speech
সঠিক উত্তর হলো খ) extempore speech। এটি হলো এমন বক্তৃতা যা পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়াই হঠাৎ বা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।
• Extempore:
-
English meaning: done or said without any preparation or thought.
-
Bangla meaning: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া (উক্ত বা রচিত বা কৃত): যেমন an extempore speech, উপস্থিত বক্তৃতা।
• An extempore speech (or extemporaneous speech) হলো এমন একটি উপস্থাপনা যা কোনো পূর্ণ স্ক্রিপ্ট বা মুখস্থ করার প্রয়োজন ছাড়াই দেওয়া হয়। বক্তাকে স্থানেই একটি বিষয় দেওয়া হয় এবং সে তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত প্রস্তুতির মাধ্যমে বক্তব্য প্রদান করে।
-
অর্থাৎ, Extempore speech হলো এমন বক্তৃতা যা হঠাৎ বা তাৎক্ষণিকভাবে, কোনো পূর্বচিন্তা, প্রস্তুতি বা অনুশীলন ছাড়াই দেওয়া হয়।
অন্যান্য অপশন:
• ক) Free speech
-
English meaning: the right to express your opinions publicly.
-
Bangla meaning: বাকস্বাধীনতা।
• গ) Maiden speech
-
English meaning: the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
-
Bangla meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।
• ঘ) Rousing speech
-
English meaning: A speech that excites, inspires, or strongly motivates the audience.
-
Bangla meaning: এমন বক্তৃতা যা মানুষকে উদ্দীপ্ত বা অনুপ্রাণিত করে।
0
Updated: 1 month ago
In spite of my requests, he did not _____ .
Created: 3 months ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।
0
Updated: 3 months ago
'For God's sake hold your tongue, and let me love.' This line is taken from the poem ______.
Created: 1 month ago
A
To His Coy Mistress
B
The Canonization
C
The Definition of Love
D
The Sun Rising
John Donne-এর লেখা কবিতা "The Canonization" থেকে নেওয়া লাইন 'For God's sake hold your tongue and let me love' তার কবিতার একটি বিখ্যাত উদ্ধৃতি। এই কবিতায় কবি তার ভালোবাসার সম্পর্ককে আধ্যাত্মিক এবং পবিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, যা প্রায় সন্তসুলভ মর্যাদা ধারণ করে।
-
The Canonization:
-
এটি John Donne লিখিত একটি কবিতা।
-
লেখা হয়েছে 1590 সালে এবং প্রকাশিত হয়েছে 1633 সালে।
-
কবিতাটি Songs and Sonnets-এর প্রথম সংস্করণে প্রকাশিত হয়।
-
কবিতার বক্তা ধর্মীয় শব্দ ব্যবহার করে প্রমাণ করার চেষ্টা করেন যে তার ভালোবাসার সম্পর্ক একটি উচ্চ মর্যাদাপূর্ণ বন্ধন।
-
-
Famous Quotations from The Canonization:
-
"For God's sake hold your tongue, and let me love"
-
"As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs."
-
-
John Donne:
-
জন্ম: 1572, মৃত্যু: 1631।
-
Renaissance যুগের একজন বিশিষ্ট কবি।
-
Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনাকারী হওয়ায় তাকে Father of Metaphysical Poetry বলা হয়।
-
এছাড়াও তাকে Poet of Love and Religious হিসেবেও অভিহিত করা হয়।
-
বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে:
-
Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
-
-
0
Updated: 1 month ago