Hasan has read most of the ____ of Shakespeare.
A
poem
B
play
C
drama
D
works
উত্তরের বিবরণ
‘Most of’ ব্যবহারের পর যে Noun বা Pronoun আসে তা সাধারণত plural হয়। এখানে শুধুমাত্র ‘works’ কে plurarl ধরা হয়েছে, বাকী শব্দগুলো singular। তাই শূন্যস্থানে সঠিক শব্দ হলো works।
-
Cambridge Dictionary অনুযায়ী ‘Most’ ব্যবহার করার উদাহরণ:
-
Most of the information was useful.
-
He’d made most of the desserts himself.
-
-
এগুলো থেকে বোঝা যায়, ‘most of the’ এর পরে uncountable noun অথবা plural noun আসে।
-
প্রশ্নে উল্লেখিত ‘poem’, ‘play’, ‘drama’ সবগুলো singular noun।
-
শেক্সপিয়ারের সমস্ত কাজ বোঝাতে শূন্যস্থানে plural শব্দ works ব্যবহার করা হবে।
Complete sentence: Hasan has read most of the works of Shakespeare.
0
Updated: 1 month ago
He had written the book before he-
Created: 3 months ago
A
retired
B
had retired
C
has retired
D
will be retired
Before দিয়ে যুক্ত দুটি clause-এর টেন্স ব্যবহারের সহজ নিয়ম
যদি দুটি clause "before" দিয়ে যুক্ত হয়, তাহলে টেন্সের নির্দিষ্ট নিয়ম থাকে।
প্রথম নিয়ম: যদি "before" এর আগের অংশে Past Perfect Tense থাকে, তাহলে পরের অংশে Past Indefinite Tense হয়।
যেমন: He had written the book before he retired.
এখানে “had written” হলো Past Perfect এবং “retired” হলো Past Indefinite।
আরেকটি উদাহরণ: We had reached the school before the bell rang.
দ্বিতীয় নিয়ম: যদি "before" দিয়ে যুক্ত প্রথম অংশ Future Perfect Tense হয়, তাহলে পরের অংশে Present Indefinite Tense হয়।
যেমন: We shall have reached the school before the bell rings.
এইভাবে before দিয়ে যুক্ত দুই অংশের মধ্যে কোন টেন্স বসবে তা নির্ভর করে প্রথম অংশের টেন্সের উপর।
0
Updated: 3 months ago
If a part of a speech or speech or writing breaks the theme, it is called-
Created: 2 months ago
A
pomposity
B
digression
C
exaggeration
D
Anti-climax
অবান্তরতা (Digression)
-
যখন কোনো লেখা বা কথার মাঝে হঠাৎ করে মূল বিষয়বস্তু বা থিম থেকে সরে গিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে অবান্তরতা বলা হয়।
-
এটা এমন এক ধরনের বিচ্যুতি, যেখানে লেখক বা বক্তা মূল প্রসঙ্গ ছেড়ে অন্য একটি প্রসঙ্গে চলে যান, যদিও তা সাময়িক ও আংশিকভাবে সংশ্লিষ্ট হতে পারে।
-
বাংলা অর্থ: মূল বিষয়ের বাইরে চলে যাওয়া; প্রসঙ্গচ্যুতি বা অপ্রাসঙ্গিক কথা বলা।
-
গল্প বলার ক্ষেত্রে এটি একটি কার্যকর কৌশল, যা অনেক সময় অ-কল্পকাহিনী লেখায় বা বক্তৃতায়ও ব্যবহার করা হয়।
বিকল্প শব্দগুলোঃ
• Pomposity (noun)
ইংরেজি অর্থ: অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভঙ্গি; নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করার মনোভাব।
বাংলা অর্থ: দাম্ভিকতা, আত্মম্ভরিতা, আড়ম্বরপূর্ণ আচরণ।
• Exaggeration (noun)
ইংরেজি অর্থ: কোনো কিছু বাস্তবের তুলনায় অতিরিক্ত বড় বা গুরুত্বপূর্ণ করে তুলে ধরা।
বাংলা অর্থ: অতিরঞ্জন, বাড়িয়ে বলা।
• Anti-climax
ইংরেজি অর্থ: এমন একটি ঘটনা যা প্রত্যাশার তুলনায় অনেক কম উত্তেজনাপূর্ণ বা গুরুত্বপূর্ণ, এবং তা আগের কোনো উত্তেজনাকর ঘটনার পরপরই ঘটে।
বাংলা অর্থ: আকস্মিক পতন; উত্থানপর্বের পর হঠাৎ ভাটা পড়া বা গুরুত্বহীন পরিণতি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং অক্সফোর্ড রেফারেন্স।
0
Updated: 2 months ago
A person who believes that laws and governments are not necessary is known as____________.
Created: 1 month ago
A
a militant
B
an anarchist
C
a terrorist
D
an extremist
প্রশ্নঃ A person who believes that laws and governments are not necessary is known as – ?
উত্তর: An anarchist
Anarchist (নৈরাজ্যবাদী) হলো এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন সমাজে কোনো সরকার, আইন বা কর্তৃপক্ষের প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করা।
-
English Meaning: A person who supports anarchism, believing that society can function without laws or government.
-
Bangla Meaning: নৈরাজ্যবাদী।
অন্যান্য সম্ভাব্য অপশন
-
Extremist (চরমপন্থী): যে ব্যক্তি চরম বা অতিরিক্ত মতবাদে বিশ্বাসী।
-
Terrorist (সন্ত্রাসী): যে ব্যক্তি ভয় ও সহিংসতা ব্যবহার করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণ করতে চায়।
-
Militant (জঙ্গি/উগ্রপন্থী): যে ব্যক্তি আক্রমণাত্মক বা সহিংস পদ্ধতিতে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।
উৎসঃ Oxford Dictionary
0
Updated: 1 month ago