What is the meaning of 'musk'?
A
a form of drama
B
face cover
C
a substance used in making perfume
D
a disguise
উত্তরের বিবরণ
Musk হলো একটি সুগন্ধি পদার্থ যা খুব মিষ্টি এবং তীব্র গন্ধযুক্ত, এবং এটি পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়। বাংলায় এর অর্থ হলো কস্তুরী, মৃগনাভি বা মৃগমদ।
-
উদাহরণস্বরূপ, "The light and fruity fragrance rests on base notes of ambergris, musk, and cedarwood" বাক্যে musk ব্যবহার করা হয়েছে মূল ঘ্রাণ হিসেবে।
-
আরেকটি উদাহরণ, "The top notes here are laurel leaf, basil, ice and wild mint, but below that is a menagerie of musk, moss, and florals," বাক্যে musk অন্যান্য ঘ্রাণের সঙ্গে মিলিত হয়ে সুগন্ধির সমৃদ্ধি বৃদ্ধি করে।
উল্লেখ্য, উল্লিখিত অন্যান্য অপশনগুলো এই প্রসঙ্গে প্রাসঙ্গিক নয়।
0
Updated: 1 month ago
What is the meaning of 'recondite'?
Created: 1 month ago
A
Catalyst
B
Abstruse
C
Officious
D
Complaisant
সঠিক উত্তর হলো Abstruse। এখানে মূল শব্দটি হলো Recondite, যা একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ, এমন কিছু যা অনেকের কাছে অজানা এবং বোঝা কঠিন।
-
বাংলা অর্থ:
(১) (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া, দুর্বোধ্য, নিগূঢ়।
(২) (গ্রন্থকর্তা) নিগূঢ় বা সৃষ্টিছাড়া জ্ঞানের অধিকারী। -
সমার্থক শব্দ: Complex (জটিল), Abstruse (নিগূঢ়), Complicated (দুর্বোধ্য), Hermetic (সম্পূর্ণভাবে রুদ্ধ), Profound (গভীর)।
-
বিপরীতার্থক শব্দ: Straightforward (সহজবোধ্য), Simple (সাদামাটা), Familiar (চেনাজানা), Obvious (সুস্পষ্ট), Shallow (অগভীর, গাধ, চেটালো)।
-
উদাহরণ বাক্য:
১. They must have found their teacher too sophisticated, too full of recondite allusions for them to follow.
২. Geochemistry is a recondite subject.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Catalyst (noun):
-
ইংরেজি অর্থ: কোনো পরিস্থিতি, ঘটনা, বা ব্যক্তি যা গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হয়। জীববিজ্ঞান ও রসায়নে—Catalyst হলো এমন এক পদার্থ যা নিজে পরিবর্তিত না হয়ে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
-
বাংলা অর্থ: পরিবর্তনসাধনকারী এরূপ অপিরবর্তিত পদার্থ; অনুঘটক; (লাক্ষণিক অর্থে) যে ব্যক্তি বা বস্তু পরিবর্তনসাধনে সহায়ক হয়।
-
-
Officious (adjective):
-
ইংরেজি অর্থ: অন্যকে কী করতে হবে তা বলায় অতিরিক্ত উৎসাহী এবং নিজের গুরুত্বকে বেশি মনে করে।
-
বাংলা অর্থ: গায়ে পড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।
-
-
Complaisant (adjective):
-
ইংরেজি অর্থ: ভদ্র আচরণ করে এবং অন্যদের পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিয়ে তাদের সন্তুষ্ট করতে আগ্রহী।
-
0
Updated: 1 month ago
Opposite word for LIABILITY:
Created: 2 months ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago
'Razzmatazz' means-
Created: 4 months ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.
0
Updated: 4 months ago