Identify the determiner in the sentence: 'Bring me that book'
A
bring
B
me
C
that
D
book
উত্তরের বিবরণ
Determiner-এর মূল কাজ হলো Noun অথবা Pronoun-কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা। এটি কোনো Noun-কে আংশিক কিংবা পূর্ণভাবে modify করতে পারে, তবে সেটিই এর প্রধান কাজ নয়। উদাহরণস্বরূপ, প্রদত্ত প্রশ্নে That একটি demonstrative determiner, কারণ এটি সরাসরি book নামক Noun-কে নির্দেশ করছে। তাই সঠিক উত্তর হলো That।
Determiner-এর সাধারণ ধরনগুলো হলো:
-
Articles: a, an, the
-
Demonstratives: this, that, these, those
-
Possessives: my, your, his, her ইত্যাদি
-
Quantifiers: some, many, few, one, two, no ইত্যাদি
-
Interrogatives: which, what, whose ইত্যাদি
-
Numbers: two, second, last ইত্যাদি
0
Updated: 1 month ago
Which 'all' is a pronoun?
Created: 2 months ago
A
She was all excited.
B
All of the food has gone.
C
Now, don't get all upset about it.
D
She was dressed all in white.
Correct Answer:
👉 All of the food has gone.
Analysis:
-
এখানে 'all' বোঝাচ্ছে the food — অর্থাৎ এটি noun-এর পরিবর্তে pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
All [pronoun]
-
English meaning: the whole number or amount
-
Bangla meaning: প্রত্যেকে; সবটা
Examples:
-
All of the food has gone.
-
They've eaten all of it.
-
They've eaten it all.
Other options analysis:
-
She was all excited.
-
এখানে all হলো adverb, যা excited (উত্তেজিত)-এর মাত্রা বোঝাচ্ছে।
-
Pronoun নয়।
-
-
Now, don't get all upset about it.
-
এখানে all হলো adverb, যা upset (হতাশ) হওয়ার মাত্রা বোঝাচ্ছে।
-
-
She was dressed all in white.
-
এখানে all অর্থ পুরোটা/সম্পূর্ণ, এবং adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
All [adverb]
-
Completely
-
English meaning: completely
-
Bangla meaning: সম্পূর্ণভাবে; পুরাপুরি
-
Examples:
-
She was dressed all in white.
-
He lives all alone.
-
The coffee went all over my skirt.
-
-
-
Very
-
English meaning: very
-
Bangla meaning: খুব
-
Examples:
-
She was all excited.
-
Now, don't get all upset about it.
-
-
Source: Oxford Dictionary
0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The bridegroom entered with his wife.
B
The bride entered with his wife.
C
The bridegroom entered with her husband.
D
The bridegroom entered with his husband.
সঠিক উত্তর হলো ক) The bridegroom entered with his wife। "Bridegroom" মানে বর (পুরুষ), আর "Bride" মানে কনে (মহিলা)। যেহেতু bridegroom পুরুষ, তাই এর সঙ্গে his ব্যবহার করা হবে, her নয়। Bridegroom-এর স্ত্রীকে বলা হয় wife, husband নয়।
-
অপশন খ) ভুল, কারণ কনে (bride) হলে তার husband থাকবে, wife নয়।
-
অপশন গ) ও ঘ) তে লিঙ্গ (gender) অনুযায়ী ভুল আছে, তাই সেগুলোও সঠিক নয়।
0
Updated: 1 month ago
Neither the students nor the teacher _________ happy with the classroom conditions.
Created: 2 months ago
A
were
B
have been
C
was
D
were possibly
• Either...... or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence-এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- যেমন: Neither the teacher nor the students are satisfied with the result.
- এখানে যেহেতু, শেষের অংশে the students - Plural Noun, তাই plural verb 'are' হবে।
• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
- [Either/neither] + noun [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
0
Updated: 2 months ago