The word 'flying' in the sentence 'Look at the flying bird' is-
A
gerund
B
participle
C
verbal noun
D
gerundial infinitive
উত্তরের বিবরণ
বাক্যটি হলো "Look at the flying bird"। এখানে flying শব্দটি একটি participle। কারণ এটি একই সাথে verb এবং adjective এর কাজ করছে। নিচে participle সম্পর্কিত বিস্তারিত আলোচনা দেওয়া হলো।
-
Participle হলো verb-এর এমন একটি রূপ যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) যুক্ত হয়ে গঠিত হয়।
-
এটি অনেক সময় adjective হিসেবে ব্যবহৃত হয়ে কোনো noun-কে বর্ণনা বা modify করে।
-
অর্থাৎ participle একই সাথে verb এবং adjective হিসেবে কাজ করে।
Participle সাধারণত তিন প্রকার:
-
Present Participle – যেমন: Do not disturb a sleeping dog.
-
Past Participle – যেমন: This is a book written by Charles Dickens.
-
Perfect Participle – যেমন: Having eaten rice, he went to bed.
-
যখন verb-এর সাথে -ing যোগ হয়ে adjective-এর কাজ করে, তখন সেটিকে present participle বলা হয়।
-
সংক্ষেপে: present participle = verb + ing → adjective (verb-adjective)।
-
Present participle দ্বারা সাধারণত চলমান ক্রিয়া বা অবস্থা বোঝানো হয়।
"Look at the flying bird" বাক্যে flying শব্দটি bird নামক noun-কে modify করেছে এবং তার অবস্থা প্রকাশ করছে। তাই এটি একই সাথে verb ও adjective-এর ভূমিকা পালন করেছে।
সুতরাং, flying = participle।
0
Updated: 1 month ago
Three fourths of the work _____ finished.
Created: 3 months ago
A
have been
B
had
C
has been
D
were
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.
0
Updated: 3 months ago
He entered ______ a turbulent political career.
Created: 1 month ago
A
in
B
upon
C
into
D
No preposition
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:
0
Updated: 1 month ago
The junior architect calls into question about the plan.
What is the meaning of the underlined part?
Created: 2 months ago
A
Decide or agree to stop doing something
B
To address or speak of a person.
C
To cause doubts about something.
D
To express public or formal disapproval of.
Phrase: Call into question
Meaning: To cause doubts about something
Bangla: কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, আপত্তি তোলা
Example: His honesty can’t be called into question.
Other Idioms for Comparison:
-
Call it a day
-
Meaning: Decide or agree to stop doing something / end a period of activity
-
Bangla: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া
-
Example: I'm getting a bit tired now - let's call it a day.
-
-
Call name
-
Meaning: To address or speak of a person contemptuously or offensively
-
Bangla: গালমন্দ করা
-
Example: The new boy in class is always calling us names.
-
-
Call to account
-
Meaning: To express public or formal disapproval of
-
Bangla: জনসম্মুখে নিন্দা / সমালোচনা করা / অপমান করা
-
Example: The government is being called to account for the economic disaster.
-
✅ Correct Answer: Call into question → To cause doubts about something
0
Updated: 2 months ago