To doctor an animal means-
A
To treat it
B
To sterilize it
C
To poison it
D
To cure it
উত্তরের বিবরণ
Doctor শব্দের অর্থ ও ব্যবহার নিয়ে Cambridge Dictionary এবং বাংলা একাডেমি উভয়ই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। Cambridge Dictionary অনুসারে doctor (verb) প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হলে এর অর্থ হলো প্রাণীর প্রজনন অঙ্গ সরিয়ে দেওয়া,
যাতে সেটি আর বংশবিস্তার করতে না পারে। বাংলা একাডেমির Accessible Dictionary-তে doctor শব্দটি ক্রিয়া হিসেবে কয়েকটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
তথ্যগুলো হলো–
-
Cambridge Dictionary অনুযায়ী:
-
Doctor (verb) প্রাণীর ক্ষেত্রে অর্থ দাঁড়ায় প্রাণীর যৌন অঙ্গ অপসারণ করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
বাংলা অর্থ: (কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগলকে খাসি করা: to doctor a tomcat।
-
-
বাংলা একাডেমির Accessible Dictionary অনুযায়ী:
-
(কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা: to doctor a tomcat।
-
ভেজাল মেশানো।
-
(লাক্ষণিক) হিসাবপত্র জাল করা।
-
-
Options এর অর্থ:
-
ক) treat: ওষুধ, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে কারও রোগ সারানো বা আঘাত নিরাময় করা।
-
খ) sterilize: কারও উপর চিকিৎসা-সংক্রান্ত অপারেশন করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
গ) poison: বিষ প্রয়োগের মাধ্যমে মানুষ বা প্রাণীকে হত্যা করা বা অসুস্থ করা।
-
ঘ) cure: অসুস্থ মানুষকে আবার সুস্থ করে তোলা।
-
অতএব, doctor an animal বললে মূলত to sterilize it বোঝানো হয়।
0
Updated: 1 month ago
Fill in the blank:
The number of books in the library ______ increased.
Created: 1 month ago
A
have
B
have been
C
has
D
is
আপনার ব্যাখ্যা একদম সঠিক। সংক্ষেপে:
-
The number of + plural noun + singular verb
-
উদাহরণ: The number of books in the library has increased.
-
“books” হলো plural noun, কিন্তু “The number of” singular হিসেবে গণ্য হওয়ায় verb singular “has” ব্যবহার করা হয়।
-
-
A number of + plural noun + plural verb
-
উদাহরণ: A number of students were absent yesterday.
-
এখানে verb plural কারণ “A number of” বোঝায় “several/many” অর্থাৎ অনেকজন।
-
-
অন্য verb অপশনগুলোর বিশ্লেষণ:
-
“have”: plural subject-এর জন্য।
-
“have been”: plural passive voice-এর জন্য।
-
“is”: ভুল, কারণ বাক্যে past participle “increased” ব্যবহার হয়েছে, তাই singular present perfect “has” সঠিক।
-
0
Updated: 1 month ago
Swimming is refreshing. Here 'refreshing' is —
Created: 1 month ago
A
Gerund
B
Participle
C
Main verb
D
Finite verb
Sentence:
-
Swimming is refreshing.
Analysis:
-
“refreshing” হলো Present Participle।
-
এটি verb “refresh” + ing আকারে এসেছে।
-
এখানে adjective-এর মতো কাজ করছে, অর্থাৎ “Swimming” কীভাবে তা বর্ণনা করছে—উদ্দীপক/সজীব করে।
Participles:
-
Present Participle: verb + ing → a refreshing drink, a sleeping baby
-
Past Participle: verb + ed/en/t/নানান → a broken window, written letter
-
Perfect Participle: having + past participle → Having finished his work, he went home.
সংক্ষেপে: participle একই সাথে verb ও adjective-এর কাজ করতে পারে।
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Usaurie
B
Usuree
C
Usurie
D
Usury
সঠিক উত্তর হলো – ঘ) Usury.
Usury (noun):
-
English Meaning: the practice of lending money to people at unfairly high rates of interest
-
Bangla Meaning: সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চড়া সুদ
Example Sentences:
-
He used to practice usury frequently.
-
Delaware wasted no time in trashing its usury law as well.
0
Updated: 1 month ago