A
E. M. Forster
B
Nirad C. Chaudhuri
C
Rudyard Kipling
D
Walt Whitman
উত্তরের বিবরণ
‘A Passage to India’ উপন্যাসটি লিখেছেন E.M. Forster, যিনি একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic। তিনি Modern Period এর একজন প্রধান সাহিত্যিক।
1924 সালে প্রকাশিত এই উপন্যাসটি Forster-এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। উপন্যাসটি মূলত racism এবং colonialism এর সমস্যাকে ফুটিয়ে তোলে এবং এতে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding ইত্যাদি
E.M. Forster সম্পর্কে:
-
তিনি একজন British novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর খ্যাতি মূলত তাঁর উপন্যাস Howards End এবং A Passage to India, এবং সমালোচনার একটি বৃহৎ পরিমাণ কাজের উপর ভিত্তি করে।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Passage to India
-
A Room with a View
-
Aspects of the Novel
-
Howards End
-
Marianne Thornton
-
Maurice
-
The Hill of Devi
-
The Longest Journey
-
Where Angels Fear to Tread

0
Updated: 17 hours ago
Who is not a Romantic poet?
Created: 1 month ago
A
P. B. Shelley
B
Jane Austen
C
John Keats
D
Lord Byron
সঠিক উত্তর: Jane Austen একজন novelist, Romantic poet নয়।
মূল বিষয়:
-
Jane Austen:
-
English novelist
-
রোমান্টিক যুগের কবি নয়
-
উনিশ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র উপন্যাসে তুলে ধরেছেন
-
তার রচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে
-
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (1818, posthumously)
-
Persuasion (1818, posthumously)
-
Emma (1815)
Romantic যুগের কবিরা (তুলনামূলকভাবে):
-
P. B. Shelley
-
John Keats
-
Lord Byron
সারসংক্ষেপ: Jane Austen কবি নন; তিনি একজন রোমান্টিক যুগের novelist।

0
Updated: 1 month ago
When did William Shakespeare die?
Created: 2 days ago
A
1616
B
1564
C
1626
D
1661
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ইংল্যান্ডের ষোড়শ শতকের এক বিশিষ্ট নাট্যকার ও কবি। তিনি ২৩ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৬১৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
উইলিয়াম শেক্সপিয়রকে সাধারণত The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time নামে আখ্যায়িত করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature হিসেবে অভিহিত করেছেন।
-
সাহিত্য জীবনে তিনি মোট ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে নাটকগুলো সর্বাধিক পরিচিত ও পাঠযোগ্য।
-
নাটকগুলো প্রধানত Tragedy এবং Comedy এই দুই ভাগে বিভক্ত।

0
Updated: 2 days ago
Who is known as the Graveyard Poet?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

0
Updated: 1 month ago