A
Furnitures
B
Informations
C
Sceneries
D
Proceeds
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র Proceeds শব্দটিই সঠিক। এটি একটি noun, যার ব্যবহার বিশেষভাবে আয় বা মুনাফার ক্ষেত্রে করা হয়।
-
Proceeds (noun):
-
English Meaning: the amount of money received from a particular event or activity or when something is sold.
-
Bengali Meaning: কোনো উদ্যোগ থেকে অর্জিত আয়; অর্জিত মুনাফা বা আয়।
-
অন্যান্য শব্দগুলো শুদ্ধ নয়, কারণ এদের প্রকৃত রূপে plural form থাকে না।
-
Furnitures: ভুল, কারণ Furniture (আসবাবপত্র) শব্দটির কোনো plural form নেই।
-
Informations: ভুল, কারণ Information (তথ্য) শব্দটিরও কোনো plural form নেই।
-
Sceneries: ভুল, কারণ Scenery (দৃশ্য) শব্দটির plural form নেই।
Furniture, Information, Scenery প্রভৃতি শব্দ সবসময় singular রূপে ব্যবহৃত হয়, যদিও এরা একাধিক জিনিসকে বোঝাতে পারে।

0
Updated: 17 hours ago
Which of the following sentence is correct?
Created: 3 months ago
A
One of my friends are a lawyer
B
One of my friends is a lawyer
C
One of my friend is a lawyer
D
One of my friends are lawyers
"One of" এর ব্যবহার:
-
“One of” এর পর plural noun ব্যবহৃত হয় এবং তারপরে singular verb আসে।
-
গঠন: one of + plural noun + singular verb
সুতরাং নিয়ম অনুসারে সঠিক বাক্য হবে:
খ) One of my friends is a lawyer.
এখানে “one of” এর পরে plural noun friends এবং singular verb is ব্যবহৃত হয়েছে।
আরও কিছু উদাহরণ:
-
One of my brothers is a doctor.
-
One of my friends is a politician.
-
One of my cousins is a lawyer.
-
One of the most beautiful girls has come.
-
One of the problems is extremely easy to solve.

0
Updated: 3 months ago
Which one is the correct sentence?
Created: 2 weeks ago
A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

0
Updated: 2 weeks ago
Choose the sentence with an abstract noun.
Created: 4 months ago
A
His honesty impressed the judges.
B
The child plays in the park.
C
She opened the window.
D
I bought a new laptop yesterday.

0
Updated: 4 months ago