A
deer
B
horse
C
elephant
D
tiger
উত্তরের বিবরণ
Deer শব্দটি এমন একটি noun যার singular এবং plural উভয় রূপ একই থাকে। অর্থাৎ একবচন এবং বহুবচনে শব্দের কোনো পরিবর্তন হয় না।
-
Deer: অর্থ – হরিণ, মৃগ
-
ইংরেজি ব্যাকরণে এমন কিছু noun আছে যেগুলোর singular ও plural form একই থাকে। Deer সেই ধরনের একটি noun।
-
এই ধরনের noun-এর আরও কিছু উদাহরণ হলো – aircraft, public।
অন্যদিকে, নিচে কয়েকটি noun দেওয়া হলো যেগুলোর plural form পরিবর্তিত হয়।
-
Horse: অর্থ – ঘোড়া, অশ্ব, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম। Plural – horses।
-
Elephant: অর্থ – হাতি, হস্তী। Plural – elephants।
-
Tiger: অর্থ – বাঘ, ব্যাঘ্র, শার্দূল। Plural – tigers।

0
Updated: 17 hours ago
I don't know what he wants.
Here, the underlined clause is a/ an -
Created: 1 day ago
A
Noun Clause
B
Adjective Clause
C
Adverbial Clause
D
Verbal Clause
• Noun Clause
-
Noun Clause হলো সেই Subordinate Clause যা Noun-এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Appositive হিসেবে ব্যবহৃত হতে পারে।
• ব্যবহারের ধরন:
-
Verb-এর Subject হিসেবে
-
Verb-এর Object হিসেবে
-
Object-এর Complement হিসেবে
-
Verb-এর Subject-এর Complement হিসেবে
-
Preposition-এর Object হিসেবে
• বিশেষ নিয়ম:
-
Noun Clause যখন Verb-এর Object হিসেবে আসে, তখন এটি সাধারণত That, অথবা Wh-word (what, when, where, whom, why, whether, how, if) দিয়ে শুরু হয়।
-
Transitive Verb-এর Object হিসেবে That দিয়ে শুরু হলে That প্রায়ই বাদ দেওয়া যায়।
• Example & Explanation:
-
Sentence: I don't know what he wants.
-
এখানে "what he wants" হলো Noun Clause। কারণ এটি Verb know-এর Object হিসেবে কাজ করছে এবং what দিয়ে শুরু হয়েছে।
-
অন্য উদাহরণ:
-
She believes that he is honest. (That ব্যবহার করা হয়েছে Object হিসেবে)
-
Do you understand why she left? (why দিয়ে শুরু হওয়া Object Clause)
-

0
Updated: 1 day ago
Do you know the answer _____ this question?
Created: 3 weeks ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

0
Updated: 3 weeks ago
Choose the meaning of the given expressions: “No news is good news”
Created: 3 weeks ago
A
It is likely that we expect bad news.
B
It is likely to have bad news.
C
It is likely that nothing bad has happened.
D
It is unlikely that nothing bad has happened.
Proverb: No news is good news
English Meaning:
যখন কারো সম্পর্কে বা কোনো ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখন মনে করা হয় খারাপ কিছু ঘটেনি। খারাপ কিছু হলে নিশ্চয়ই খবর পাওয়া যেত।
বাংলা অর্থ:
"কোনো খবর না থাকাটাই সুখবর।"
Underlying Message:
অনেক সময় ভালো ফলাফল চুপিচুপি আসে, আলাদা করে জানানোর প্রয়োজন হয় না।
Example Sentences:
-
গ্যারেজ থেকে গাড়ির বিষয়ে কোনো খবর পাইনি, মনে হয়—no news is good news।
-
মেয়ে কলেজে গেছে, কোনো ফোন করেনি, তাই ধরে নিচ্ছি no news is good news।
-
আজ হাসপাতাল থেকে কোনো খবর আসেনি, তাই ভাবছি no news is good news।
Source: Cambridge Dictionary

0
Updated: 3 weeks ago