দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
উত্তরের বিবরণ
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 4 months ago
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা?
Created: 4 months ago
A
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
B
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
C
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
D
সড়ক ও জনপদ অধিদপ্তর
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। এটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্কের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে। ডিএমটিসিএল বর্তমানে এমআরটি লাইন-১, লাইন-৫ (উত্তর) এবং লাইন-৬-এর কাজ পরিচালনা করছে।
অন্য বিকল্পগুলোর ভূমিকা:
ক. ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA): ঢাকার পরিবহন ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে।
খ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC): সরকারি বাস ও পরিবহন সেবা প্রদান করে।
ঘ. সড়ক ও জনপদ অধিদপ্তর (RHD): সড়ক ও মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
সারাংশ: ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

0
Updated: 4 months ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 4 weeks ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে

0
Updated: 4 weeks ago
Who is the current President of the Bangladesh Cricket Board? (August 2025)
Created: 4 weeks ago
A
Nizam Uddin Chowdhury
B
Nazmul Abedeen Fahim
C
Kazi Inam Ahmed
D
Aminul Islam Bulbul
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB / বিসিবি)
-
পূর্ণরূপ: Bangladesh Cricket Board
-
প্রতিষ্ঠা: ১৯৭২
-
সদর দপ্তর: ঢাকা
-
আন্তর্জাতিক সদস্যপদ:
-
১৯৭৭: ICC সহযোগী সদস্য
-
২৬ জুন, ২০০০: ICC পূর্ণ সদস্য
-
-
বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল (আগস্ট, ২০২৫)
-
দায়িত্ব: বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা

0
Updated: 4 weeks ago