একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
A
R
B
T
C
P
D
S
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
সমাধান:
প্রশ্নমতে,
P, Q- এর চেয়ে লম্বা; P > Q,
R, T- এর চেয়ে খাটো; T > R,
P, S- এর চেয়ে খাটো; S > P,
এবং Q, T- এর চেয়ে লম্বা; Q > T,
এই সবগুলোকে একসাথে লিখলে সবার অবস্থান দাঁড়াবে - S > P > Q > T > R
সুতরাং সব থেকে ছোট হলো R
0
Updated: 1 month ago
যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
Created: 3 weeks ago
A
১২০
B
৯২
C
১১৫
D
১১০
প্রশ্ন: যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
সমাধান: বাংলা ব্যাঞ্জন বর্ণ চ এর অবস্থানগত মান = ৬
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
চ × G = ৬ ×৭ = ৪২
একইভাবে
J × ট =১০ × ১১ = ১১০

0
Updated: 3 weeks ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 1 month ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:
0
Updated: 1 month ago
একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
Created: 1 month ago
A
৬ টি
B
১০ টি
C
১২ টি
D
৫ টি
প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
সমাধান:
ধরি,
বাঘের সংখ্যা x এবং উটপাখির সংখ্যা y
যেহেতু প্রতিটি প্রাণীর একটি করে মাথা থাকে এবং মোট মাথার সংখ্যা ১৫,
∴ x + y = ১৫ ....... (১)
আবার,
বাঘের ৪টি পা এবং উটপাখির ২টি পা থাকে, এবং মোট পায়ের সংখ্যা ৫০,
∴ ৪x + ২y = ৫০ ...... (২)
এখন সমীকরণ (১) নং হতে পাই,
x = ১৫ - y
সমীকরণ (১) নং হতে পাই,
৪(১৫ - y) + ২y = ৫০
⇒ ৬০ - ৪y + ২y = ৫০
⇒ ২y = ৬০ - ৫০
⇒ y = ১০/২
∴ y = ৫
∴ উটপাখির সংখ্যা = ৫ টি।
0
Updated: 1 month ago