একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
A
R
B
T
C
P
D
S
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
সমাধান:
প্রশ্নমতে,
P, Q- এর চেয়ে লম্বা; P > Q,
R, T- এর চেয়ে খাটো; T > R,
P, S- এর চেয়ে খাটো; S > P,
এবং Q, T- এর চেয়ে লম্বা; Q > T,
এই সবগুলোকে একসাথে লিখলে সবার অবস্থান দাঁড়াবে - S > P > Q > T > R
সুতরাং সব থেকে ছোট হলো R
0
Updated: 1 month ago
Created: 1 month ago
A
২৪
B
৩০
C
১৪
D
৪০
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি
0
Updated: 1 month ago
নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
৮০
B
১১৪
C
১০৮
D
কোনটিই নয়
প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের দুইটি সংখ্যার যোগফল কে নিচের সংখ্যাটি দ্বারা গুণ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়।
এখানে,
৪ + ৮ = ১২ ⇒ ১২ × ৯ = ১০৮
একইভাবে,
৫ + ৪ = ৯ ⇒ ৯ × ১২ = ১০৮
সঠিক উত্তর: ১০৮
0
Updated: 1 week ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার
0
Updated: 1 month ago
