নিচের কোন শব্দটি 'CONSTITUTIONAL' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না?
A
SOLUTION
B
ACTION
C
COTTON
D
TALENT
উত্তরের বিবরণ
প্রশ্নে দেওয়া হয়েছে কোন শব্দটি ‘CONSTITUTIONAL’ শব্দের বর্ণ ব্যবহার করে গঠন করা সম্ভব নয়।
-
‘CONSTITUTIONAL’ শব্দের বর্ণগুলো হলো: C, O, N, S, T, I, U, A, L
-
এখানে E বর্ণটি নেই, তাই ‘TALENT’ শব্দটি তৈরি করা যাবে না।
-
উল্লেখ্য, এখানে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবে না এমন শর্ত দেওয়া হয়নি।
অতএব, TALENT শব্দটি ‘CONSTITUTIONAL’ থেকে গঠন করা সম্ভব নয়।
0
Updated: 1 month ago
কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
Created: 1 month ago
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.
0
Updated: 1 month ago

Created: 3 weeks ago
A

B

C

D

এখানে, উপরের সংখ্যার ধারাটি 1,3,5,7,...
এবং সে অনুসারে ইংরেজি বর্ণ বসেছে।
বর্ণের ধারাটি A , C, E, G
সঠিক উত্তর হবে: খ

0
Updated: 3 weeks ago
ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
Created: 1 month ago
A
৯০°
B
৯৫°
C
১০৫°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= | - ৪৮০ /২ |
= | -২৪০ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০° [১৮০ অপেক্ষা বড় কোণ হলে ৩৬০ থেকে বিয়োগ করতে হয়]
= ১২০°
0
Updated: 1 month ago