২১, ২৩, ২৭, ৭, ১১, ১২, ৭, ৮, ১৪ সংখ্যাগুলোর প্রচুরক ও মধ্যক যথাক্রমে-
A
৭, ৯
B
১১, ৯
C
১৯, ৯
D
৭, ১২
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২১, ২৩, ২৭, ৭, ১১, ১২, ৭, ৮, ১৪ সংখ্যাগুলোর প্রচুরক ও মধ্যক যথাক্রমে-
সমাধান:
প্রচূরক = সবচেয়ে বেশি ব্যবহৃত উপাত্ত = ৭ যা দুইবার রয়েছে।
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই: ৭, ৭, ৮, ১১, ১২, ১৪, ২১, ২৩, ২৭
এখানে উপাত্তের সংখ্যা n = ৯, যা একটি বিজোড় সংখ্যা
∴ মধ্যক হবে (৯ + ১)/২ = ৫ম পদ
∴ ৫ম পদ হলো ১২
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ১২ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?
Created: 1 month ago
A
১০ লিটার
B
৮ লিটার
C
৬ লিটার
D
৪ লিটার
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ১২ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?
সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৫ক
পানির পরিমাণ = ২ক
প্রশ্নমতে,
৫ক - ২ক = ১২
⇒ ৩ক = ১২ 
⇒ ক = ১২/৩
⇒ ক = ৪ 
∴ পানির পরিমাণ = ২ক = (২ × ৪) = ৮ লিটার
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একটি সড়কের ১/৩ অংশ মেরামত করা হয়েছে, ১/২ অংশ নির্মাণাধীন এবং ২০ কি.মি. ভালো অবস্থায় আছে। সড়কটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১২০ কি.মি.
B
১০০ কি.মি.
C
৯০ কি.মি.
D
১৬০ কি.মি.
প্রশ্ন: একটি সড়কের ১/৩ অংশ মেরামত করা হয়েছে, ১/২ অংশ নির্মাণাধীন এবং ২০ কি.মি. ভালো অবস্থায় আছে। সড়কটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
সমাধান:
মেরামত করা ও নির্মাণাধীন আছে = (১/৩) +  (১/২) অংশ 
= (২ + ৩)/৬ অংশ 
= ৫/৬ অংশ
মনেকরি
সম্পূর্ণ সড়কের দৈর্ঘ্য = ১ অংশ
∴ ভালো অবস্থায় আছে = ১ - (৫/৬) অংশ 
= (৬ - ৫)/৬ অংশ 
= ১/৬ অংশ
প্রশ্নমতে,
১/৬ অংশ = ২০ কি.মি. 
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ২০ × (৬/১) কি.মি. 
= ১২০ কি.মি.
∴ সড়কটির সম্পূর্ণ দৈর্ঘ্য ১২০ কি.মি.।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
অসমতাটির সমাধান কত?
Created: 1 month ago
A
- 2 < x < 3
B
x < -1 অথবা x > 4
C
x > 4
D
- 3 < x < 2
প্রশ্ন:  অসমতাটির সমাধান কত?
 অসমতাটির সমাধান কত?
সমাধান:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago