৭ জন ছেলে ও ৬ জন মেয়ে থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন ছেলে থাকবে?
A
৬৭৫
B
৭৩৫
C
৬৪৫
D
৭৫৬
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৭ জন ছেলে ও ৬ জন মেয়ে থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন ছেলে থাকবে?
সমাধান:
ছেলে - মেয়ে
৩ - ২
৪ - ১
৫ - ০
১ম ক্ষেত্রে দল = ৭C৩ × ৬C২ = ৩৫ × ১৫ = ৫২৫
২য় ক্ষেত্রে দল = ৭C৪ × ৬C১ = ৩৫ × ৬ = ২১০
৩য় ক্ষেত্রে দল = ৭C৫ = ২১
∴ মোট দলের সংখ্যা = ৫২৫ + ২১০ + ২১ = ৭৫৬
0
Updated: 1 month ago
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
Created: 3 weeks ago
A
৪৬ টাকা
B
৪৮ টাকা
C
৪৯ টাকা
D
৫২ টাকা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
সমাধান:
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা
প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯
∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
0
Updated: 3 weeks ago
Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Created: 3 weeks ago
A
9 minutes
B
12 minutes
C
10 minutes
D
16 minutes
Question: Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Solution:
Given that,
Pipe A fills the tank in 24 minutes.
Pipe B fills the tank in 36 minutes.
Total time to fill the tank = 18 minutes.
Now,
LCM of 24 and 36 = 72 (Total capacity of the tank).
Efficiency of pipe A = 72/24 = 3 units/minute.
Efficiency of pipe B = 72/36 = 2 units/minute.
Let,
pipe B be turned off after x minutes.
Pipe A works for 18 minutes.
Pipe B works for x minutes.
Work done by A in 18 minutes = 3 × 18 = 54 units.
Work done by B in x minutes = 2x = 2x units.
Total work done = 54 + 2x = 72
⇒ 2x = 72 - 54
⇒ 2x = 18
⇒ x = 18/2
∴ x = 9
∴ Pipe B should be turned off after 9 minutes.
0
Updated: 3 weeks ago
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
Created: 4 days ago
A
৩
B
৫
C
৭
D
৯
সমাধান:
মোট ছাত্র = ৩০
কিছুই না খেলার সংখ্যা = ৫
ফুটবল বা ক্রিকেট খেলার সংখ্যা = ৩০ - ৫ = ২৫
ধরা যাক, উভয়টি খেলা ছাত্র =
ফুটবল খেলোয়াড় = ১৮ → ফুটবল একাই + উভয়টি = ১৮
ক্রিকেট খেলোয়াড় = ১৪ → ক্রিকেট একাই + উভয়টি = ১৪
মোট খেলোয়াড়:
ফুটবল একাই = ১৮ - x
ক্রিকেট একাই = ১৪ - x
তাহলে:
উত্তর: ৭
0
Updated: 4 days ago