a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?
A
৪০
B
২০
C
২.৫
D
৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?
সমাধান:
a এর ১০% = b এর ২৫%
বা, (১০a)/১০০ = (২৫b)/১০০
বা, ১০a = ২৫b
বা, ১০a = ২৫ × ১৬ [b = ১৬]
বা, a = (২৫ × ১৬)/১০
∴ a = ৪০
0
Updated: 1 month ago
30% of 10 is 10% of which?
Created: 3 months ago
A
30
B
60
C
40
D
600
প্রশ্ন: 30% of 10 is 10% of which?
সমাধান:
30% of 10 = 10% of x
⇒ (30/100) × 10 = (10/100) × x
⇒ 3 = x/10
So, x = 30
0
Updated: 3 months ago
A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?
Created: 1 month ago
A
9
B
18
C
15
D
12
Question: A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?
সমাধান:
• মোট স্লাইসের সংখ্যা ছিল 36 টি।
• রহিম নেয় মোট স্লাইসের 1/4 অংশ।
⇒ রহিমের নেওয়া স্লাইস = 36 × (1/4) = 9টি।
∴ অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 36 - 9 = 27 টি।
• করিম অবশিষ্ট স্লাইসের 1/3 অংশ নেয়।
⇒ করিমের নেওয়া স্লাইস = 27 × (1/3) = 9 টি।
∴ সবশেষে অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 27 - 9 = 18 টি।
0
Updated: 1 month ago
The population of a city grows from 175,000 to 262,500. What is the percentage growth in the city's population?
Created: 1 month ago
A
40%
B
43.5%
C
50%
D
60%
Question: The population of a city grows from 175,000 to 262,500. What is the percentage growth in the city's population?
Solution:
জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
= (262500 - 175000) = 87500
175000 জনে বৃদ্ধি পায় = 87500 জন
∴ 1 জনে বৃদ্ধি পায় = 87500/175000 জন
∴ 100 জনে বৃদ্ধি পায় = (87500 × 100)/175000 = 50 জন
∴ জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = 50%
0
Updated: 1 month ago