একটি সমকোণী ত্রিভুজের দুই সূক্ষ্মকোণের পার্থক্য ২০° হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
A
২৫°
B
৩৫°
C
৪৫°
D
৫৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই সূক্ষ্মকোণের পার্থক্য ২০° হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। সুতরাং, অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক
অপর কোণ ক + ২০°
শর্তমতে,
ক + ক + ২০° = ৯০°
⇒ ২ক = ৭০°
∴ ক = ৩৫°
∴ ক্ষুদ্রতম কোণটির মান = ৩৫°
0
Updated: 1 month ago
60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-
Created: 3 weeks ago
A
π/2
B
π/4
C
2π/4
D
π/3
প্রশ্ন: 60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-
সমাধান:
• রেডিয়ান: কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।
ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করার সূত্র হলো: রেডিয়ান = ডিগ্রি × (π/180)
∴ 60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে = 60° × (π/180)
= π/3 রেডিয়ান।
0
Updated: 3 weeks ago
A cube has a total surface area of 294 square meters. What is the length of its diagonal?
Created: 1 month ago
A
7√3 m
B
7 m
C
5√3 m
D
6√2 m
Question: A cube has a total surface area of 294 square meters. What is the length of its diagonal?
Solution:
আমরা জানি, একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
প্রশ্নমতে, 6a2 = 294
⇒ a2 = 294/6
⇒ a2 = 49
⇒ a = √49
⇒ a = 7 মিটার।
আমরা জানি,
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
এখানে, a = 7
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য = 7√3 মিটার।
সুতরাং, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হলো 7√3 মিটার।
0
Updated: 1 month ago
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
Created: 1 month ago
A
২, ৫ এবং ৬
B
৩, ৪ এবং ৫
C
২, ৩ এবং ৫
D
৫, ৬ এবং ৮
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব,
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব,
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয় এবং
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
0
Updated: 1 month ago