৭টি সংখ্যার গড় ৫০, এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২১ হলে সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
A
৪৪.৩
B
৪২.৫
C
৪০
D
৪১.৩
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৫০, এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২১ হলে সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
সমাধান:
৭টি সংখ্যার গড় ৫০।
৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ৫০
= ৩৫০
তিনটি সংখ্যার গড় ২১
তিনটি সংখ্যার সমষ্টি = ২১ × ৩
= ৬৩
দশটি সংখ্যার সমষ্টি = ৩৫০ + ৬৩
= ৪১৩
∴ ১০টি সংখ্যার গড় = ৪১৩/১০
= ৪১.৩
0
Updated: 1 month ago
If p and q are odd numbers, which of the following is always odd?
Created: 2 months ago
A
p + q + 2
B
pq + 2
C
2p + q + 1
D
p2 + q
Question: If p and q are odd numbers, which of the following is always odd?
Solution:
Let p = 1 and q = 3 (both are odd numbers)
a) p + q + 2 = 1 + 3 + 2 = 6 ............. Even
b) pq + 2 = (1 × 3) + 2 = 5 ......... Odd
c) 2p + q + 1 = (2 × 1) + 3 + 1 = 2 + 4 = 6 ......... Even
d) p2 + q = (1)2 + 3 = 1 + 3 = 4 .......... Even
0
Updated: 2 months ago
২, ৩, ৫, ৯, ১৭ ধারার পরবর্তী সংখ্যাটি কত?
Created: 6 days ago
A
৩৩
B
৩২
C
৩০
D
৪৬
0
Updated: 6 days ago
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
Created: 2 weeks ago
A
৫
B
১০
C
২০
D
১৫
প্রশ্ন: চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
সমাধান:
আমরা জানি,
৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
৫ ও ৭ এর লসাগু = ৩৫
এখন,
১০০০ কে ৩৫ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ২৮ এবং ভাগশেষ থাকে ২০
৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০ এর সাথে ৩৫ - ২০ = ১৫ যোগ করলে তা ৫ ও ৭ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে।
যেমন, ১০১৫ ÷ ৫ = ২০৩ বা ১০১৫ ÷ ৭ = ১৪৫
0
Updated: 2 weeks ago