A
সামাজিক অবক্ষয় হয়
B
আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
C
বিনিয়োগ বৃদ্ধি পায়
D
দুর্নীতি দূর হয়
উত্তরের বিবরণ
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এটি শুধু রাষ্ট্রের আর্থিক প্রবৃদ্ধিকেই নয়, বরং জনগণের জীবনের মানোন্নয়নেও প্রত্যক্ষ ভূমিকা রাখে।
-
সুশাসন প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত এগিয়ে যায়।
-
এতে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়।
-
বিনিয়োগ ও শিল্পায়নের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়।
-
তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই বিনিয়োগ বৃদ্ধি পায়।

0
Updated: 18 hours ago
ইউএনডিপি ও এডিবির মতে সুশাসনের উপাদান কতটি?
Created: 18 hours ago
A
৯টি ও ৮টি
B
৯টি ও ৪টি
C
৭টি ও ৬টি
D
৮টি ও ৭টি
সুশাসনের ধারণা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। ফলে সুশাসনের উপাদানের সংখ্যা ও গুরুত্ব প্রতিষ্ঠানভেদে ভিন্ন হলেও মূল উদ্দেশ্য একই—রাষ্ট্র ও সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়সঙ্গত শাসন নিশ্চিত করা।
-
ইউএনডিপি (UNDP) সুশাসনের ৯টি উপাদান নির্ধারণ করেছে।
-
জাতিসংঘ (United Nations) সুশাসনের ৮টি উপাদান উল্লেখ করেছে।
-
বিশ্বব্যাংক (World Bank) সুশাসনের ৬টি উপাদান তুলে ধরেছে।
-
আইডিএ (IDA) সুশাসনের ৪টি উপাদান ব্যাখ্যা করেছে।
-
এডিবি (ADB) সুশাসনের ৪টি উপাদান নির্ধারণ করেছে।
-
ইউএনএইচসিআর (UNHCR) সুশাসনের ৫টি উপাদান উল্লেখ করেছে।

0
Updated: 18 hours ago
বিশ্বব্যাংকের কোন প্রেসিডেন্ট সুশাসন শব্দটি ব্যবহার করেন?
Created: 18 hours ago
A
বারবার অনাবল
B
জিনুই টি. প্রেস্টন
C
বারবার কোনাবল
D
রবার্ট টি. প্রেস্টন
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance। এটি মূলত নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসনব্যবস্থাকে বোঝায়, যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে।
-
Good Governance বা সুশাসন অর্থ হলো নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
-
সুশাসনের ধারণাটি মূলত আপেক্ষিক।
-
এর উদ্ভাবক হিসেবে বিশ্বব্যাংককে গণ্য করা হয়।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথমবারের মতো সুশাসন (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করে।
-
সুশাসনের প্রধান চালিকাশক্তি হলো স্বচ্ছতা।
-
এর মানদণ্ড নির্ভর করে জনগণের সম্মতি ও সন্তুষ্টির ওপর।

0
Updated: 18 hours ago
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
Created: 18 hours ago
A
শুদ্ধাচার
B
মূল্যবোধ
C
সুশাসন
D
কোনটি নয়
নৈতিকতা হলো মানুষের আচরণ ও চরিত্রকে নিয়ন্ত্রণকারী একটি গুরুত্বপূর্ণ দিক, যা বিবেক ও মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। এটি ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধনে ভূমিকা রাখে।
-
নৈতিকতার প্রধান নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ।
-
নৈতিক শিক্ষা শুরু হয় পরিবারে।
-
নৈতিকতার রক্ষাকবচ হলো বিবেকের দংশন।
-
নৈতিকতার মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন।
-
নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
-
নীতির বিপরীত হলো দুর্নীতি।
-
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার।

0
Updated: 18 hours ago