সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান সোপান কোনটি?
A
আত্মসংযম
B
শৃঙ্খলাবোধ
C
দায়িত্বশীলতা
D
ন্যায়বিচার
উত্তরের বিবরণ
শৃঙ্খলাবোধ সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উন্নতি ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। এটি শুধু সামাজিক স্থিতিশীলতাই নিশ্চিত করে না, বরং জাতীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।
- 
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ। 
- 
যে জাতি যত বেশি সুশৃঙ্খল, সেই জাতি তত বেশি উন্নত। 
- 
সমাজে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তির নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। 
- 
পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত ও কলকারখানাসহ সর্বত্র শৃঙ্খলার প্রয়োজন। 
- 
শৃঙ্খলা মানুষের মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করে এবং সমাজজীবনকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নৈতিকতার উৎপত্তি ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে এসেছে— কে এই মত দেন?
Created: 1 month ago
A
B
জোনাথান হেইট
C
জন রলস
D
প্লেটো
নৈতিকতা
- 
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। 
- 
নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয় এবং এটি মানবমনের উচ্চ গুণাবলি। 
- 
নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত। 
- 
ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকেই নৈতিকতার বিকাশ ঘটে। 
গুরুত্বপূর্ণ কিছু প্রামাণ্য সংজ্ঞা
- 
সক্রেটিস বলেছেন: “সৎ গুণই জ্ঞান (Virtue is knowledge)।” তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান (knowledge) আর অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা (ignorance)। 
- 
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন: “ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।” 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের ______
Created: 1 month ago
A
প্রতিদ্বন্দ্বী
B
অসংলগ্ন
C
সম্পূরক
D
পৃথক
জাতীয় উন্নয়ন দেশের সার্বিক উন্নয়ন বা জাতীয় উন্নয়নের জন্যে মূল্যবোধ শিক্ষা ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই ধারণা পরস্পরের পরিপূরক এবং মানবজাতির জন্য ইতিবাচক প্রভাব ফেলে। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সমন্বিত প্রয়োগ জাতির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
- 
রাজনৈতিক উন্নয়ন: মূল্যবোধ শিক্ষা রাজনৈতিক নেতাদের নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলে। সুশাসনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়, দুর্নীতি কমে এবং জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়। 
- 
অর্থনৈতিক উন্নয়ন: সুশাসন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে, দুর্নীতি হ্রাস পায় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। 
- 
সামাজিক উন্নয়ন: মূল্যবোধ শিক্ষা ও সুশাসন সমাজে ন্যায়বিচার, সামাজিক সমতা, আইন-শৃঙ্খলা নিশ্চিত করে এবং নাগরিকদের অধিকার রক্ষা করে। এটি সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
Created: 1 month ago
A
২০১১ সালে
B
২০১২ সালে
C
২০১০ সালে
D
২০১৮ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (২০১২)
- 
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। 
- 
এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা বর্ণনা করা হয়েছে। 
- 
এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝানো হয়েছে। 
উল্লেখযোগ্য দিক
- 
জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago