Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
A
৫ মে ২০২০
B
৪ জুন ২০২০
C
৬ জুলাই ২০২০
D
৮ আগষ্ট ২০২০
উত্তরের বিবরণ
২০২০ সালের ৪ জুন যুক্তরাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রাপ্যতা ও টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
-
তারিখ: ৪ জুন, ২০২০
-
আয়োজক: যুক্তরাজ্য সরকার
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করা এবং টিকাদান কর্মসূচি শক্তিশালী করা
0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 2 months ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?
Created: 1 month ago
A
২০ জুন ২০২৫
B
২১ জুন ২০২৫
C
২২ জুন ২০২৫
D
২৩ জুন ২০২৫
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer) ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আক্রমণ চালানো হয়। এটি ছিল একটি বড় ধরনের সামরিক অভিযান যেখানে উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হয়েছিল।
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
-
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় এ আক্রমণ পরিচালনা করে।
-
এই অভিযানে ইরানের তিনটি মূল পরমাণু স্থাপনা—ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ—প্রধান লক্ষ্যবস্তু ছিল।
-
মার্কিন সেনা জানিয়েছে, হামলার সময় ছিল শনিবার রাত ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT, যা ইরানের স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ০২:৪০ থেকে ০৩:০৫।
-
অর্থাৎ পুরো অভিযানটি চলেছিল প্রায় ২৫ মিনিট।
অভিযানে ব্যবহৃত শক্তি ও সামরিক সরঞ্জাম:
-
এই অভিযানে ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়।
-
যুক্তরাষ্ট্রের সাতটি বি-২ বোমারু বিমান মিসৌরি থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানে পৌঁছে।
-
বি-২ বোমারু বিমানগুলো ১৪টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে।
-
প্রতিটি বি-২ বিমান দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম।
-
অভিযানে অংশ নেয় আরও ফুয়েল ট্যাংকার প্লেন (জ্বালানি ভরার বিমান) এবং সারভেইলেন্স এয়ারক্রাফট (নজরদারি বিমান)।
যুক্তরাষ্ট্রের অবস্থান:
-
প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ জানান, এই মিশনের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি দূর করা।
প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহ:
-
এর আগে ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) পরিচালনা করে, যেখানে ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়।
-
এর জবাবে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিজ থ্রি, যার ফলে উভয় দেশের মধ্যে বিমানযুদ্ধ অব্যাহত থাকে।
0
Updated: 1 month ago
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Created: 1 month ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট
0
Updated: 1 month ago