A
জেনেভা
B
রোম
C
নিউইয়র্ক
D
ওয়াশিংটন ডিসি
উত্তরের বিবরণ
WIPO হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বৈশ্বিকভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য কাজ করে। এটি জাতিসংঘের অধীন বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত এবং বিশ্বব্যাপী মেধাস্বত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: World Intellectual Property Organization
-
প্রতিষ্ঠা: ১৪ জুলাই, ১৯৬৭
-
কার্যকরী হওয়া: ১৯৭০
-
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে অন্তর্ভুক্তি: ১৯৭৪
-
সংশোধন: ১৯৭৯
-
সদস্য সংখ্যা: ১৯৩টি রাষ্ট্র
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ করা
-
অতিরিক্ত ভূমিকা: ভৌগলিক নির্দেশক (Geographical Indications) পণ্যের স্বীকৃতি প্রদান
বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে তারিখে WIPO-এর সদস্যপদ লাভ করে।

0
Updated: 18 hours ago
'WIPO' এর সদর দপ্তর-
Created: 3 weeks ago
A
ব্রাসেলস
B
লন্ডন
C
জেনেভা
D
প্যারিস
WIPO (World Intellectual Property Organization)
-
পূর্ণরূপ: World Intellectual Property Organization (WIPO)
-
ধরন: জাতিসংঘের বৌদ্ধিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা
-
প্রতিষ্ঠা সাল: ১৯৬৭
-
সদস্য দেশ: ১৯৩টি
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
আর্থিক ব্যবস্থা: স্ব-অর্থায়িত সংস্থা
-
বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর (অবস্থান অনুযায়ী)
-
জেনেভা, সুইজারল্যান্ড: WLO, WTO, WHO, WMO, WIPO, ILO, ITU, ITC, UNCTAD, UNITAR, UNHCR
-
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র: IDA, IMF, IFC, IBRD, ICSID, MIGA, OAS
-
ভিয়েনা, অস্ট্রিয়া: UNIDO, UNODC, IAEA, CTBTO
-
হেগ, নেদারল্যান্ডস: ICJ, OPCW
তথ্যসূত্র: WIPO Official Website.

0
Updated: 3 weeks ago