অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
A
সৌদি আরব
B
কুয়েত সংযুক্ত
C
আরব আমিরাত ( ভুল উত্তর )
D
ওমান
উত্তরের বিবরণ
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
0
Updated: 1 month ago
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Created: 3 weeks ago
A
মঙ্গোলিয়া
B
আজারবাইজান
C
লাওস
D
উপরের সবগুলো
সমুদ্র বন্দরহীন দেশ বলতে বোঝায় সেই সব দেশ যাদের কোনো সমুদ্র বা সাগরের সাথে সীমান্ত নেই। ইংরেজিতে এ ধরনের দেশকে Landlocked country বলা হয়। এই ধরনের দেশ সাধারণত অন্য দেশগুলোর মধ্যে ঘেরা থাকে এবং সরাসরি সামুদ্রিক বাণিজ্য করতে পারে না।
এশিয়ার কয়েকটি প্রধান স্থল বেষ্টিত দেশ হলো:
-
আফগানিস্তান (Afghanistan)
-
আর্মেনিয়া (Armenia)
-
আজারবাইজান (Azerbaijan)
-
ভুটান (Bhutan)
-
তুর্কমেনিস্তান (Turkmenistan)
-
কাজাখস্তান (Kazakhstan)
-
কিরগিজস্তান (Kyrgyzstan)
-
লাওস (Laos)
-
মঙ্গোলিয়া (Mongolia)
-
নেপাল (Nepal)
-
তাজিকিস্তান (Tajikistan)
-
উজবেকিস্তান (Uzbekistan)
0
Updated: 3 weeks ago
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
Created: 1 month ago
A
নাইজেরিয়া
B
গাম্বিয়া
C
বাংলাদেশ
D
আলজেরিয়া
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)–এ মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু।
-
পূর্ণ নাম: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অবস্থান: সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম
-
বিচারক সংখ্যা: ১৫ জন
-
বিচারক নির্বাচন: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত
-
মেয়াদ: একজন বিচারক ৯ বছরের জন্য এবং একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন
-
কার্যক্ষেত্র: এই আদালত মূলত রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। এছাড়াও গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের বিষয়ে রায় প্রদান করে।
0
Updated: 1 month ago
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 1 month ago
A
জিব্রাল্টার প্রণালী
B
বসফরাস প্রণালী
C
বাব এল মান্দেব প্রণালী
D
বেরিং প্রণালী
বাব এল-মান্দেব প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ যা এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়ার মধ্যে অবস্থান করছে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি ভাষায় বাব আল-মান্দব নামে পরিচিত, যার অর্থ 'কান্নার দ্বার'।
-
প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।
-
পশ্চিম চ্যানেলটি ২৬ কিমি প্রশস্ত,
-
পূর্ব চ্যানেলটি ৩ কিমি প্রশস্ত।
-
-
সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত থাকায় এটি ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রচনা করে।
অন্যান্য প্রধান প্রণালীসমূহের মধ্যে:
-
জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
-
বেরিং প্রণালী এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
-
বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।
0
Updated: 1 month ago