কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভূক্ত?
A
IDB
B
IMF
C
WTO
D
ADB
উত্তরের বিবরণ
Bretton Woods সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতা অংশ নেন। এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
-
স্থান ও সময়: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র; ১-২২ জুলাই, ১৯৪৪
-
প্রধান উদ্যোক্তা: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes
-
তাদের দুজনকেই বিশ্বব্যাংক ও IMF-এর প্রতিষ্ঠাতা পিতা (Founding Fathers) বলা হয়
-
ফলাফল: সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF এবং পরে GATT গঠিত হয়
IMF (International Monetary Fund):
-
পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯০টি
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি – ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ইউয়ান
0
Updated: 1 month ago
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।
0
Updated: 1 month ago
আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
ইরাক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হলো রাশিয়া। এই স্বীকৃতি সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
-
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।
-
৪ জুলাই ২০২৫ তারিখে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
এর ফলে রাশিয়া হলো প্রথম দেশ, যারা সরাসরি তালেবান সরকারের বৈধতা মেনে নিল।
-
২০২৪ সালের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র” হিসেবে উল্লেখ করেছিলেন।
-
এর আগে এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা তুলে নেয়।
তালেবানের ইতিহাসের প্রেক্ষাপট:
-
তালেবান গোষ্ঠীর উত্থান ঘটে সোভিয়েত দখলের বিরুদ্ধে লড়াইয়ের সময়।
-
১৯৯৬ সালে তারা কাবুল দখল করে শাসন শুরু করে।
-
১১ সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় এবং সেই বছরের শেষ দিকে তালেবান সরকারকে উৎখাত করে।
-
পরবর্তী ২০ বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখে।
-
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তিচুক্তি স্বাক্ষর করে।
-
২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান পুনরায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং আবার ক্ষমতায় আসে।
-
দীর্ঘ চার দশকের যুদ্ধ (১৯৭৯-২০২১) শেষে তালেবান সরকার এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি বিনিয়োগের জন্য আগ্রহী।
অতিরিক্ত তথ্য:
-
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে এ সময় থেকে রাশিয়া ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে।
-
যদিও স্বীকৃতি দেয়নি, তবুও চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান ইতোমধ্যে কাবুলে তাদের রাষ্ট্রদূত পাঠিয়েছে, যা স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়।
0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
Created: 3 months ago
A
হ্যারি এস ট্রুম্যান
B
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C
জেমস মনরো
D
তথ্যটি সঠিক নয়
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ছিলেন এক অনন্য নেতা, যিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মোট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। রুজভেল্টের শাসনামলে যুক্তরাষ্ট্র দুটি বিশাল সংকটের মুখোমুখি হয়েছিল—গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ—যে সময়ে তিনি দেশকে নেতৃত্ব দেন।
তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ‘নিউ ডিল’ নীতি, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়। এই কর্মসূচির মাধ্যমে তিনি আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও, ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবারে হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।
রুজভেল্ট ছিলেন ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা, যা ১৯৩০-৪০ এর দশকে লাতিন আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে পূর্বের হস্তক্ষেপমূলক নীতির পরিবর্তে গ্রহণ করা হয়। তার এই নীতি অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব দেয়।
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে রুজভেল্ট প্রথমবারের মতো ‘জাতিসংঘ (United Nations)’ শব্দটি ব্যবহারের মাধ্যমে একটি নতুন বিশ্ব সংস্থার ধারণা উপস্থাপন করেন।
উৎস: Britannica
0
Updated: 3 months ago