কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভূক্ত?
A
IDB
B
IMF
C
WTO
D
ADB
উত্তরের বিবরণ
Bretton Woods সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতা অংশ নেন। এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
-
স্থান ও সময়: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র; ১-২২ জুলাই, ১৯৪৪
-
প্রধান উদ্যোক্তা: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes
-
তাদের দুজনকেই বিশ্বব্যাংক ও IMF-এর প্রতিষ্ঠাতা পিতা (Founding Fathers) বলা হয়
-
ফলাফল: সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF এবং পরে GATT গঠিত হয়
IMF (International Monetary Fund):
-
পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯০টি
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি – ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ইউয়ান
0
Updated: 1 month ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 2 months ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
Created: 1 month ago
A
১৮০ নং প্রস্তাব
B
১৮১ নং প্রস্তাব
C
১৬০ নং প্রস্তাব
D
১৬১ নং প্রস্তাব
১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তাইন বিভাজনের পরিকল্পনা প্রণয়ন করে যা রেজুলেশন ১৮১-এর মাধ্যমে গৃহীত হয়। এই রেজুলেশন অনুযায়ী ফিলিস্তাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব করা হয়—
একটি ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) এবং একটি আরব রাষ্ট্র (ফিলিস্তিন)। তবে আরব জনগণ এটি প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করে।
-
জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
• "Partition Plan for Palestine" নামে পরিচিত।
• ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব করা হয়।
• গৃহীত হয় ২৯ নভেম্বর, ১৯৪৭। -
ফলাফল:
• ফিলিস্তিনের আরব জনগণ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে।
• ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরব জনগণের জন্য বড় বিপর্যয় সৃষ্টি হয়।
• ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা ইসরায়েলি বাহিনী ও আরব দেশগুলির মধ্যে সংঘর্ষে পরিণত হয়।
• প্রায় ৭ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত হয়।
• ফিলিস্তিনিরা এই ঘটনার পর থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করে যা আজও চলমান। -
ফিলিস্তিন মুক্তি সংগঠন (PLO) প্রতিষ্ঠা:
• ১৯৬৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনের সময় ফিলিস্তিনিরা একত্র হয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠন করে।
• ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে।
• সামরিক নেতা ইয়াসির আরাফাত নেতৃত্বাধীন ফাতাহ সংগঠন পিএলওতে যুক্ত হয় এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে।
• বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) প্রতিষ্ঠিত হয়।
• চুক্তির আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার কিছু অংশের ওপর সীমিত কর্তৃত্ব দেওয়া হয়।
0
Updated: 1 month ago
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ইস্টানা আইল্যান্ড
B
সেনার আয়ল্যান্ড
C
ম্যারিনা বে
D
সেন্তোসা
২০১৮ সালে অনুষ্ঠিত উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন, যাকে সাধারণভাবে সিঙ্গাপুর সামিট বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই শীর্ষ সম্মেলনটি ১২ জুন ২০১৮ তারিখে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল, সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।
উৎস: BBC
0
Updated: 1 month ago