কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে?
A
ভারসাই চুক্তি, ১৯১৯
B
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
C
প্যারিস চুক্তি, ১৭৮৩
D
লুজান চুক্তি, ১৯২৩
উত্তরের বিবরণ
ত্রিশ বছরব্যাপী যুদ্ধ ইউরোপে ধর্মকেন্দ্রিক সংঘাতের শেষ বড় উদাহরণ হিসেবে বিবেচিত। এই যুদ্ধ প্রাথমিকভাবে প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গদের প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চাভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গদের পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করা নিয়ে সংঘটিত হয়। এছাড়া, ধর্মান্ধতা, স্বার্থপরতা, ব্যক্তিগত উচ্চাকাঙ্খা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতা ইউরোপের সকল দেশকে এই যুদ্ধে টেনে নেয়। দীর্ঘ ত্রিশ বছর ধরে এই যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।
-
যুদ্ধ প্রলম্বিত হওয়ার মূল কারণগুলোর মধ্যে ছিল রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং ধর্মীয় আধিপত্যের প্রতিযোগিতা।
-
ইউরোপের বৃহৎ অংশ এই সংঘাতের কারণে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ত্রিশ বছরের এই ধ্বংসাত্মক যুদ্ধে অবসান ঘটাতে ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তি সম্পাদিত হয়।
-
১৬৪৮ সালের ২৪ অক্টোবর, ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মসংক্রান্ত যুদ্ধের অবসান ঘটে।
-
এই চুক্তি ইউরোপে শান্তির জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
-
ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে আসে।
-
এই চুক্তির নির্ধারিত ভূ-খণ্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।
0
Updated: 1 month ago
Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল:
Created: 2 months ago
A
বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
B
জিব্রালটার প্রণালীর সুরক্ষা
C
জাতিসংঘ প্রতিষ্ঠা
D
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference)
-
কবে ও কোথায়: ১৯৪৫ সালের ৪–১১ ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে।
-
কারা উপস্থিত ছিলেন: মিত্রশক্তির তিন নেতা – ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (মার্কিন যুক্তরাষ্ট্র), উইনস্টন চার্চিল (যুক্তরাজ্য) ও জোসেফ স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
পরিস্থিতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, জার্মানির পরাজয় প্রায় নিশ্চিত।
-
আলোচ্য বিষয়:
-
আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য একটি প্রতিষ্ঠান, যা পরবর্তীতে জাতিসংঘ (United Nations) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
জার্মানির ভবিষ্যৎ ভাগ্য।
-
পোল্যান্ডের ভবিষ্যত ও রাজনৈতিক সমস্যা।
-
-
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা (Veto Power) নির্ধারণ করা হয়।
ইয়াল্টা সম্মেলনকে ক্রিমিয়া সম্মেলন হিসেবেও উল্লেখ করা হয়।
উৎস: History.com
0
Updated: 2 months ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি কি?
Created: 2 months ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট
0
Updated: 2 months ago
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।
0
Updated: 2 months ago