A
ঊনবিংশ শতাব্দীতে
B
অষ্টাদশ শতাব্দীতে
C
ষোড়শ শতাব্দীতে
D
চতুর্দশ শতাব্দীতে
উত্তরের বিবরণ
ব্রিটিশ কৃষি বিপ্লব ছিল শিল্প বিপ্লবের জন্য এক গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, যা কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগের জন্য পর্যাপ্ত জনশক্তি নিশ্চিত করেছিল।
অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনে এই বিপ্লব ঘটে এবং এটি দেশের কৃষি ব্যবস্থা ও গ্রামীণ সমাজে মূলগত পরিবর্তন আনে। ব্রিটেনের কৃষি বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল:
-
বৃহদায়তন ও সুসংহত কৃষি ব্যবস্থা: বিপ্লবটি বৃহৎ আকারের কৃষি ব্যবস্থার জন্ম দেয়, যা আরও সংগঠিত ও কার্যকরী ছিল।
-
চারণভূমি ও পশুপালনের উন্নয়ন: সাধারণের ব্যবহারযোগ্য উর্বর চারণভূমিতে কৃষির প্রসার ঘটে এবং পশুপালন আরও ঘনিষ্ঠভাবে পরিচালিত হতে থাকে।
-
গ্রামীণ সমাজে পরিবর্তন: স্বনির্ভর কৃষকরা ক্রমে কৃষি শ্রমিকে পরিণত হন, এবং তাদের জীবনযাত্রার মান নির্ভর করতে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের উপর। আবহাওয়ার ওপর নির্ভরশীলতার দিন শেষ হয়।
-
উৎপাদনশীলতার বৃদ্ধি: কৃষি বিপ্লবের ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়ে যায়, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হয়।

0
Updated: 19 hours ago
'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
Created: 3 weeks ago
A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
Created: 2 weeks ago
A
১৯০৩
B
১৮৬৯
C
১৮৮৯
D
১৮৫৪
সুয়েজ খাল
-
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
-
এটি একটি কৃত্রিম খাল যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।
-
খালটির নির্মাণ কাজ শুরু হয় ২৫ এপ্রিল, ১৮৫৯ সালে এবং প্রায় দশ বছরের পর, ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি সর্বসাধারণের জন্য চালু করা হয়।
-
বর্তমানে খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটি কর্তৃক পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য যে, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন এবং এটি মধ্যপ্রাচ্য থেকে তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হিসেবে মিশরের নিয়ন্ত্রণে আসে।
উৎসঃ Britannica

0
Updated: 2 weeks ago
সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Created: 1 day ago
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
-
Nuclear Weapon
-
Chemical Weapon
-
Biological Weapon

0
Updated: 1 day ago