মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় -
A
২ মার্চ, ২০২০
B
২৫ জানুয়ারি, ২০২০
C
৩০ এপ্রিল, ২০২০
D
২৯ ফেব্রুয়ারি, ২০২০
উত্তরের বিবরণ
তালেবান গোষ্ঠী আফগান প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ১৯৯৪ সালে গঠিত হয়। এর মূলত পশতুভাষী যুবকদের প্রাধান্য ছিল এবং আফগানিস্তানের রাজনৈতিক দৃশ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল।
এই গোষ্ঠীর উদ্ভব ঘটে সোভিয়েত সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর উত্তর পাকিস্তানে।
তালেবান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
তালেবান শব্দের অর্থ হলো 'ছাত্র' এবং এটি পশতু ভাষা থেকে এসেছে।
-
১৯৯০-এর দশকে উত্তর পাকিস্তানে এই আন্দোলনের জন্ম ঘটে।
-
মূলত পশতুন সম্প্রদায়ের লোকেরা এতে অংশগ্রহণ করত।
-
মাদ্রাসাগুলো সাধারণত সৌদি আরবের অর্থায়নে পরিচালিত হতো এবং সেখানে কট্টর সুন্নী ইসলামিক মতাদর্শ প্রচার করা হতো।
-
প্রধান লক্ষ্য ছিল ইসলামি আইন অনুযায়ী দেশ পরিচালনা করা এবং বিদেশি প্রভাব দূর করা।
-
১৯৯৮ সালের দিকে তালেবান আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
-
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ছিল ২০০১ সালে বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা।
-
একই বছর ১১ সেপ্টেম্বর, নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর আফগানিস্তানের তালেবান সারা বিশ্বের নজরে আসে।
যুক্তরাষ্ট্র ও তালেবানের ঐতিহাসিক চুক্তি সম্পর্কিত তথ্য:
-
আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের পর দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের দোহায়।
-
এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে।
-
চুক্তি স্বাক্ষরের আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
0
Updated: 1 month ago
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 3 months ago
A
১৯৫০ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
মানবাধিকার চুক্তি:
-মানবাধিকার হলো যাত্রী লিঙ্গ জাতীয়তা গোষ্ঠী ভাষা ধর্ম অন্যান্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক অর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি।
- আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
- চুক্তি কার্যকর: ১৯৭৬ সালের ২৩শে।
উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এবং সমান অধিকার সততা রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত।
উৎস: UN ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Created: 2 months ago
A
জুন ২০০১
B
জুন ২০০০
C
জুন ২০০২
D
জুন ২০০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ABM চুক্তি থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্র জুন ২০০২ সালে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে।
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty) সংক্রান্ত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty।
-
ধরন: ক্ষেপণাস্ত্র সীমিতকরণের দ্বিপাক্ষিক চুক্তি।
-
সংশ্লিষ্ট দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
বিকল্প নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems।
-
চুক্তি স্বাক্ষর: ২৬ মে, ১৯৭২, মস্কো, রাশিয়া।
-
চুক্তি কার্যকর: ৩ অক্টোবর, ১৯৭২।
-
মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
-
চুক্তি বাতিলের তারিখ: ১৩ জুন, ২০০২।
সংক্ষিপ্ত বিবরণ:
-
১৩ ডিসেম্বর, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।
-
ছয় মাস পরে, জুন ২০০২-এ এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং চুক্তি বাতিল ঘোষণা করা হয়।
উৎস: Arms Control Association ওয়েবসাইট
0
Updated: 2 months ago
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
Created: 3 months ago
A
১৯৭৬ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯৪ সালে
দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক অগ্রযাত্রায় SAPTA ও SAFTA
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার প্রসারে দুটি গুরুত্বপূর্ণ চুক্তির নাম হলো SAPTA এবং SAFTA। এই দুটি উদ্যোগ SAARC সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলেছে।
SAPTA বা "সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি" গৃহীত হয় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সমতা, সহযোগিতা এবং অগ্রাধিকারমূলক সুবিধা বিনিময়ের লক্ষ্যে।
-
চুক্তিটির নীতিগত সম্মতি আসে কলম্বোতে অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক সম্মেলনে।
-
আনুষ্ঠানিকভাবে এপ্রিল ১৯৯৩ সালে ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
পরবর্তীতে ১৯৯৫ সালে SAPTA কার্যকর হয়, যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা করে।
SAFTA বা "সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া" হলো একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি যা SAPTA-র ভিত্তির ওপর দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য গড়ে তোলার উদ্দেশ্যে প্রণীত।
-
এই চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি ২০০৪, ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে।
-
SAFTA কার্যকর হয় ১ জানুয়ারি ২০০৬।
-
এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো:
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা – মোট ৮টি রাষ্ট্র।
এই চুক্তিগুলো দক্ষিণ এশিয়ায় আন্তঃদেশীয় বাণিজ্য জোরদার করে অর্থনৈতিক উন্নয়নের একটি বৃহৎ ভিত্তি তৈরি করেছে।
উৎস: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago