কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
উত্তরের বিবরণ
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।
0
Updated: 1 month ago
ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
Created: 1 month ago
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
UNIIMOG শব্দটির পূর্ণরূপ হলো United Nations Iran-Iraq Military Observer Group। এটি জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যা ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শান্তি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়।
তথ্যসমূহ হলো
-
UNIIMOG হলো জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ।
-
১৯৮৮ সালে জাতিসংঘ এই গ্রুপকে প্রেরণ করে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি বজায় রাখার জন্য।
-
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি মিশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।
0
Updated: 1 month ago
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
কাটোউইস, পোল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
রোম, ইতালি
D
বেইজিং ,চীন
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১৮ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ক্যাটওয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত। এটি পোল্যান্ডের ক্যাটওয়াইসে২ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত হয়েছিল।
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
উল্লেখ্য,
সর্বশেষ কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।
অন্যদিকে -
কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
উৎস: UNFCCC ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
Created: 2 months ago
A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica
0
Updated: 2 months ago