আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা মূলত প্রাচীন চীনে শুরু হয়েছিল, যেখানে সরকারী চাকুরে বা কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এই ব্যবস্থা সরকারের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছিল, যারা সরাসরি প্রাসাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
-
প্রাচীন চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রী বলা হতো, যারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতেন।
-
২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে প্রথমবারের মতো সিভিল সার্ভিস বা সরকারী চাকুরির সূচনা হয়।
-
সম্রাট বুঝেছিলেন যে চীনের মতো বিশাল সাম্রাজ্য একা পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী ও প্রশাসকদের সরকারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
-
এর ফলে প্রায় ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতো।
বাংলাদেশে সিভিল সার্ভিস বা বিসিএস হল বাংলাদেশ সরকারের সরকারী সিভিল সার্ভিস।
-
এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
-
স্বাধীনতার পর এটি সিভিল সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি পায়।
-
এর মূলনীতি ও পরিচালনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা নির্ধারিত হয়।
-
বিসিএসের ক্যাডার সংখ্যা ২৬টি।
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
Created: 1 month ago
A
ইইউ
B
ভারত
C
কানাডা
D
চীন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
আবিষ্কার: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস।
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
-
জাতীয় দিবস: ৪ জুলাই।
-
প্রথম প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
-
বর্তমান অঙ্গরাজ্য সংখ্যা: ৫০ টি (সর্বশেষ যুক্ত অঙ্গরাজ্য: হাওয়াই)।
-
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল ভোট: মোট ৫৩৮, ন্যূনতম প্রয়োজন ২৭০।
-
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ), যার মধ্যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট।
-
বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স।
রপ্তানি বাণিজ্য:
যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি বাণিজ্যের দেশগুলো:
-
কানাডা (সবচেয়ে বড় বাজার)
-
মেক্সিকো
-
চীন
-
জাপান
-
যুক্তরাজ্য
উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বিআরআই) প্রস্তাব করেছে :
Created: 1 month ago
A
চীন
B
জাপান
C
ভারত
D
আসিয়ান
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি বিশাল পরিকল্পনা যা ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ঘোষণা করেন। এটি ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড নামেও পরিচিত।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ভৌত অবকাঠামোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগকে সংযুক্ত করা, অর্থাৎ বিভিন্ন দেশকে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।
বিশ্বব্যাংকের বিশ্লেষণ:
মে ২০১৮ থেকে, বিশ্বব্যাংক ১৯টি ব্যাকগ্রাউন্ড পেপার প্রকাশ করেছে এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করেছে, যা দেখায় BRI কীভাবে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, পরিবেশ, দারিদ্র্য হ্রাস ও অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সংযুক্ত।
BRI-র প্রতিদ্বন্দ্বী উদ্যোগ – PGII
চীনের BRI-কে সমান্তরালে মোকাবিলা করার জন্য জি-৭ (G7) দেশগুলো একটি নতুন প্রকল্প শুরু করেছে, যার নাম PGII।
-
পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment
-
প্রকল্পের উদ্দেশ্য: বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব গড়ে তোলা এবং BRI-এর প্রভাবের মোকাবিলা করা।
-
উল্লেখযোগ্য ঘটনা: ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬–২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:
Created: 1 month ago
A
নয়া উদারতাবাদ
B
গঠনবাদ
C
বাস্তববাদ
D
নব্য মার্কসবাদ
বাস্তববাদ (Realism)
-
বাস্তববাদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষ স্বাভাবিকভাবেই স্বার্থপর এবং বিশৃঙ্খল।
-
যেহেতু মানুষ বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা নির্মিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রও প্রায়শই বিশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
-
রাষ্ট্রসমূহ নিজেদের অস্তিত্ব এবং স্বার্থ রক্ষার জন্য প্রায়শই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
-
বাস্তববাদের মূল ভাবনা অনুযায়ী, রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা; এজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সামরিক শক্তি বৃদ্ধি এবং ক্ষমতার ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
-
বর্তমান বিশ্বে বাস্তববাদিক চিন্তাভাবনা বিস্তৃতভাবে প্রচলিত।
-
বিশ্বব্যাপী আমেরিকার আগ্রাসনমূলক নীতি বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির একটি সুপরিচিত উদাহরণ।
উৎস: জ্ঞানতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago