আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা মূলত প্রাচীন চীনে শুরু হয়েছিল, যেখানে সরকারী চাকুরে বা কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এই ব্যবস্থা সরকারের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছিল, যারা সরাসরি প্রাসাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
-
প্রাচীন চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রী বলা হতো, যারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতেন।
-
২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে প্রথমবারের মতো সিভিল সার্ভিস বা সরকারী চাকুরির সূচনা হয়।
-
সম্রাট বুঝেছিলেন যে চীনের মতো বিশাল সাম্রাজ্য একা পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী ও প্রশাসকদের সরকারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
-
এর ফলে প্রায় ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতো।
বাংলাদেশে সিভিল সার্ভিস বা বিসিএস হল বাংলাদেশ সরকারের সরকারী সিভিল সার্ভিস।
-
এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
-
স্বাধীনতার পর এটি সিভিল সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি পায়।
-
এর মূলনীতি ও পরিচালনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা নির্ধারিত হয়।
-
বিসিএসের ক্যাডার সংখ্যা ২৬টি।
0
Updated: 1 month ago
World 'No-Tobacco Day' is observed on -
Created: 2 months ago
A
May 25
B
May 30
C
May 28
D
May 31
বিশ্ব তামাকমুক্ত দিবস
-
প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উদ্দেশ্য ও তাৎপর্য
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৭ সালে এই দিবস চালু করে।
-
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষকে ২৪ ঘণ্টা ধরে তামাক ব্যবহার না করতে উৎসাহিত করা।
-
পাশাপাশি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে তামাক সেবন থেকে বিরত রাখতে অনুপ্রাণিত করা।
মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস
-
২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
উৎস: Britannica
0
Updated: 2 months ago
নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:
Created: 1 month ago
A
নয়া উদারতাবাদ
B
গঠনবাদ
C
বাস্তববাদ
D
নব্য মার্কসবাদ
বাস্তববাদ (Realism)
-
বাস্তববাদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষ স্বাভাবিকভাবেই স্বার্থপর এবং বিশৃঙ্খল।
-
যেহেতু মানুষ বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা নির্মিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রও প্রায়শই বিশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
-
রাষ্ট্রসমূহ নিজেদের অস্তিত্ব এবং স্বার্থ রক্ষার জন্য প্রায়শই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
-
বাস্তববাদের মূল ভাবনা অনুযায়ী, রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা; এজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সামরিক শক্তি বৃদ্ধি এবং ক্ষমতার ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
-
বর্তমান বিশ্বে বাস্তববাদিক চিন্তাভাবনা বিস্তৃতভাবে প্রচলিত।
-
বিশ্বব্যাপী আমেরিকার আগ্রাসনমূলক নীতি বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির একটি সুপরিচিত উদাহরণ।
উৎস: জ্ঞানতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
১৯৩
B
১৬৮
C
১৯৯
D
১৯৬
কপ সম্মেলন (COP Conference)
-
COP-এর পূর্ণরূপ: Conference of the Parties।
-
উদ্দেশ্য: মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো এবং এ সংক্রান্ত অগ্রগতি পর্যবেক্ষণ করা।
-
পটভূমি: ১৯৯২ সালে ১৫৪টি দেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষর করে।
-
অনুষ্ঠান: জলবায়ু পরিবর্তন বিষয়ক COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে ক্ষতিকর প্রভাব কমানোর উপায়, নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক কপ-২৮ সম্মেলন
-
তারিখ ও স্থান: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩, সংযুক্ত আরব আমিরাত।
-
প্রধান আলোচনা বিষয়: পরিবেশ দূষণ কমানো ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান।
-
সভাপতি: সুলতান আহমেদ আল জাবের, আবুধাবি জাতীয় তেল কোম্পানির সিইও ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী।
-
অংশগ্রহণকারী দেশ: ১৯৯টি দেশ।
সূত্র: UNFCCC ওয়েবসাইট।
0
Updated: 1 month ago