A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা মূলত প্রাচীন চীনে শুরু হয়েছিল, যেখানে সরকারী চাকুরে বা কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এই ব্যবস্থা সরকারের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছিল, যারা সরাসরি প্রাসাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
-
প্রাচীন চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রী বলা হতো, যারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতেন।
-
২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে প্রথমবারের মতো সিভিল সার্ভিস বা সরকারী চাকুরির সূচনা হয়।
-
সম্রাট বুঝেছিলেন যে চীনের মতো বিশাল সাম্রাজ্য একা পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী ও প্রশাসকদের সরকারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
-
এর ফলে প্রায় ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতো।
বাংলাদেশে সিভিল সার্ভিস বা বিসিএস হল বাংলাদেশ সরকারের সরকারী সিভিল সার্ভিস।
-
এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
-
স্বাধীনতার পর এটি সিভিল সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি পায়।
-
এর মূলনীতি ও পরিচালনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা নির্ধারিত হয়।
-
বিসিএসের ক্যাডার সংখ্যা ২৬টি।

0
Updated: 19 hours ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 3 weeks ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 3 weeks ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Created: 2 weeks ago
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
Created: 3 weeks ago
A
রাজা ধীরেন্দ্র
B
রাজা জ্ঞানেন্দ্র
C
রাজা বীরেন্দ্র
D
রাজা মহেন্দ্র
নেপালের শেষ রাজা:
নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র।
জ্ঞানেন্দ্র সম্পর্কে কিছু তথ্য:
-
তাঁর পূর্ণ নাম ছিল জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
-
রাজা বীরেন্দ্র হত্যা হওয়ার পর তিনি সিংহাসনে বসেন।
-
তিনি নেপালের শেষ হিন্দু রাজা ছিলেন।
-
২০০৮ সালের ২৮ মে নেপালের নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়।
-
এ ঘোষণার ফলে নেপালের ১৭৬৯ সালে শুরু হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্র শেষ হয়।
উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs, Nepal), ব্রিটানিকা (Britannica).

0
Updated: 3 weeks ago