কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
A
মঙ্গল ও বৃহস্পতি
B
বুধ ও শুক্র
C
শনি ও ইউরেনাস
D
পৃথিবী ও মঙ্গল
উত্তরের বিবরণ
বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই
বুধ গ্রহ
-
সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্য থেকে গড় দূরত্ব: ৫.৮ কোটি কিলোমিটার
-
ব্যাস: ৪,৮৫০ কিমি
-
সূর্য প্রদক্ষিণের সময়: ৮৮ দিন
-
বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি, বাতাস বা পানি নেই
-
কোনো উপগ্রহ নেই
শুক্র গ্রহ
-
পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ
-
গড় তাপমাত্রা সব গ্রহের মধ্যে সর্বোচ্চ
-
কোনো বায়ুমণ্ডল নেই যা জীবন সহায়ক
-
কোনো উপগ্রহ নেই
0
Updated: 1 month ago
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
Created: 1 month ago
A
জিপিএস
B
জিআইএস
C
স্যাটেলাইট ইমেজ
D
রাডার
জিআইএস (Geographical Information System)
-
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলা হয়।
-
জিআইএস হলো একটি সফটওয়্যারভিত্তিক পদ্ধতি, যা ভৌগোলিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে মানচিত্রায়ণ ও পরিকল্পনা তৈরিতে সহায়তা করে।
-
১৯৬৪ সালে কানাডায় প্রথম জিআইএস ব্যবহৃত হয়।
-
১৯৮০ সালের পর থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে।
-
জিআইএসের মাধ্যমে একটি মানচিত্রে পানি ব্যবস্থাপনা, টপোগ্রাফি, ভূমি ব্যবহার, যোগাযোগ এবং মৃত্তিকার মতো বিভিন্ন তথ্য উপস্থাপন করা যায়।
ব্যবহার:
-
ভূমি ব্যবস্থাপনা
-
প্রাকৃতিক সম্পদ উন্নয়ন
-
পানি গবেষণা
-
নগর ও আঞ্চলিক পরিকল্পনা
-
জনসংখ্যা বিশ্লেষণ
-
পরিবহন ও যোগাযোগ বিশ্লেষণ
0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম জিআইএস (GIS) এর ব্যবহার শুরু হয় -
Created: 1 month ago
A
১৯৬৪ সালে
B
১৯৭২ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯১ সালে
জিআইএস (GIS) হলো একটি ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবর্তন, বিশ্লেষণ এবং প্রদর্শন করতে ব্যবহৃত হয়। জিআইএস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হলো ESRI (Environmental System Research Institute)।
-
জিআইএসের বিকাশ (Development of GIS):
-
১৮৫৪ সালে ব্রিটিশ গবেষক সোহো (Soho) লন্ডন শহরে কলেরা রোগের প্রাদুর্ভাব নিয়ে কাজ করেন। তিনি পানির কিছু পাম্প দূষিত হওয়ায় রোগ ছড়াচ্ছে তা চিহ্নিত করেন এবং মানচিত্রে প্রদর্শন করেন। এ গবেষণার মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হয়।
-
১৯৬৪ সালে কানাডার The Canadian Geographic Information System (CGIS) জিআইএস ব্যবহারের সূচনা করে।
-
১৯৮৬ সালে ESRI বাণিজ্যিকভাবে Arc/Info সফটওয়্যার তৈরি শুরু করে।
-
বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস ব্যবহার করা হয়।
-
ইসপান (Irrigation Support Project for Asia and the Near East) ফ্লাড অ্যাকশন প্লান-১৯ (ফ্যাপ-১৯) প্রকল্পে সর্বপ্রথম জিআইএস প্রয়োগ করা হয়।
-
পরে ইসপান ইজিআইএস (Environmental and GIS Support Projects for Water Sector Planning) নামে পুনর্গঠিত হয়।
-
-
-
জিআইএসের কার্যপ্রণালি (Function of GIS):
১. উপাত্ত সংগ্রহ
২. উপাত্ত আদান-প্রদান
৩. উপাত্ত সংস্করণ
৪. উপাত্ত বিশ্লেষণ
৫. উপাত্ত উপস্থাপন ও ব্যবস্থাপনা -
জিআইএসের উপাদান (Elements of GIS):
জিআইএস পাঁচটি উপাদানের সমন্বয়ে কাজ করে:
১. হার্ডওয়্যার
২. সফটওয়্যার
৩. উপাত্ত
৪. উপাত্ত ভিত্তি
৫. প্রশিক্ষিত ও দক্ষ মানুষ
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি মিঠাপানির জলমগ্ন বনভূমি?
Created: 1 month ago
A
সুন্দরবন
B
রাতারগুল
C
শালবন
D
কোনটি নয়
জলাবন বা জলমগ্ন বনভূমি এমন এক বিশেষ ধরনের বনভূমি যেখানে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে এবং উদ্ভিদ সেই জলমগ্ন পরিবেশের সাথে মানিয়ে নেয়। বাংলাদেশে এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো রাতারগুল বনভূমি।
-
বাংলাদেশের মিঠাপানির একমাত্র জলাবন বা জলমগ্ন বনভূমি হলো রাতারগুল বনভূমি।
-
এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং একে বাংলার আমাজন বলা হয়।
-
রাতারগুলের মোট আয়তন প্রায় ২০৫ হেক্টর।
-
এ বনের প্রধান উদ্ভিদ হলো হিজল, করচ, বরুন ও মুর্তা।
-
শীতকাল ব্যতীত বছরের অন্যান্য সময় বনটি পানিতে নিমজ্জিত থাকে।
-
মুর্তা বা রাতা উদ্ভিদের আধিক্যের কারণে এ বনকে রাতারগুল বলা হয়।
অন্যদিকে,
-
সুন্দরবন হলো প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
-
প্যারাবন হলো সৃজিত ম্যানগ্রোভ বনভূমি।
-
শালবন হলো একটি পত্রপতনশীল বনভূমি।
0
Updated: 1 month ago