A
মঙ্গল ও বৃহস্পতি
B
বুধ ও শুক্র
C
শনি ও ইউরেনাস
D
পৃথিবী ও মঙ্গল
উত্তরের বিবরণ
বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই
বুধ গ্রহ
-
সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্য থেকে গড় দূরত্ব: ৫.৮ কোটি কিলোমিটার
-
ব্যাস: ৪,৮৫০ কিমি
-
সূর্য প্রদক্ষিণের সময়: ৮৮ দিন
-
বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি, বাতাস বা পানি নেই
-
কোনো উপগ্রহ নেই
শুক্র গ্রহ
-
পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ
-
গড় তাপমাত্রা সব গ্রহের মধ্যে সর্বোচ্চ
-
কোনো বায়ুমণ্ডল নেই যা জীবন সহায়ক
-
কোনো উপগ্রহ নেই

0
Updated: 21 hours ago
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের ভূমিরূপসমূহ আনুমানিক কত বছর পূর্বে গঠিত হয়েছিলো?
Created: 21 hours ago
A
২৫,০০০ বছর
B
৩২,০০০ বছর
C
২৫,০০০০ বছর
D
৩১,০০০ বছর
বাংলাদেশের ভূপ্রকৃতি
বাংলাদেশের ভূপ্রকৃতি তিন ভাগে ভাগ করা যায়
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
-
আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে গঠিত
-
মাটির রং লাল ও ধূসর
-
প্রধান এলাকা: উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, কুমিল্লা জেলার লালমাই পাহাড়
বরেন্দ্রভূমি
-
অবস্থান: রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ
-
আয়তন: ৯,৩২০ বর্গকিমি
-
উচ্চতা: ৬–১২ মিটার সমভূমির তুলনায়
-
এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি
মধুপুর ও ভাওয়ালের গড়
-
অবস্থান: টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড়
-
আয়তন: ৪,১০৩ বর্গকিমি
-
উচ্চতা: প্রায় ৩০ মিটার সমভূমির তুলনায়
-
এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি এবং দেশের গজারী বৃক্ষের কেন্দ্র
লালমাই পাহাড়
-
অবস্থান: কুমিল্লা শহর থেকে ৮ কিমি পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত
-
আয়তন: ৩৪ বর্গকিমি
-
গড় উচ্চতা: ২১ মিটার

0
Updated: 21 hours ago
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা -
Created: 21 hours ago
A
০.০১ মিলিগ্রাম
B
০.৩ মিলিগ্রাম
C
০.১ মিলিগ্রাম
D
০.০৩ মিলিগ্রাম
আর্সেনিক (Arsenic)
-
প্রকৃতি ও বৈশিষ্ট্য: ধূসর আভাযুক্ত, সাদা রঙবিশিষ্ট, ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু।
-
রাসায়নিক বৈশিষ্ট্য:
-
আণবিক সংখ্যা: ৩৩
-
আণবিক ভর: ৭৪.৯২
-
-
প্রকৃতিতে উপস্থিতি: আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
-
মানব ও স্বাস্থ্য প্রভাব: প্রাকৃতিকভাবে প্রাপ্ত আর্সেনিক একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মানুষের জন্য ক্ষতিকর নয়।
-
সর্বোচ্চ সহনীয় মাত্রা:
-
বাংলাদেশে প্রতি লিটার পানিতে: ০.০৫ মিলিগ্রাম
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ: প্রতি লিটার ০.০১ মিলিগ্রাম
-
-
দূষণপ্রবণ এলাকা: চাঁদপুর জেলা দেশে সবচেয়ে আর্সেনিক দূষণপ্রবণ।
-
ইতিহাস: ১৯৯৩ সালে চাপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত হয়।

0
Updated: 21 hours ago
নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
Created: 6 days ago
A
১ : ১০,০০০
B
১ : ১০০,০০০
C
১ : ১০০০,০০০
D
১ : ২৫০০,০০০
মানচিত্রকে এর স্কেলের ওপর ভিত্তি করে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—
ক্ষুদ্র স্কেলের মানচিত্র
-
যখন বড় এলাকা যেমন একটি দেশ, মহাদেশ বা পুরো পৃথিবীকে ছোট কাগজে প্রদর্শন করা হয়, তখন তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়।
-
এ ধরনের মানচিত্রে স্থানগুলো তুলনামূলকভাবে ছোট দেখানো হয়।
-
উদাহরণ: ভূ-চিত্রাবলি, দেওয়াল মানচিত্র।
-
স্কেল উদাহরণ: ১:১০,০০০।
বৃহৎ স্কেলের মানচিত্র
-
যখন ছোট এলাকা, যেমন একটি মৌজা বা নির্দিষ্ট অঞ্চলের মানচিত্রকে বড় আকারে দেখানো হয়, তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলা হয়।
-
এই মানচিত্রে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে দেখা যায়।
-
উদাহরণ: মৌজা মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র, ভূ-সংস্থানিক মানচিত্র।
-
স্কেল উদাহরণ: ১"=১৬ মাইল; ১৬"=১ মাইল; ১:১০,০০০।
প্রাকৃতিক মানচিত্র (Physical Map)
-
এই ধরনের মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের প্রাকৃতিক ভূমিরূপ যেমন: পর্বত, মালভূমি, নদী, হ্রদ ইত্যাদি দেখানো হয়।
-
সাধারণত এটি বৃহৎ স্কেলে অঙ্কিত হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

0
Updated: 6 days ago