A
নদীর বাঁক
B
ভি আকৃতি
C
গিরিসংকট
D
ডি আকৃতি
উত্তরের বিবরণ
নদীর ক্ষয়জাত ভূমিরূপ (Erosional Features of River)
নদীর ক্ষয়কার্যের ফলে ভূ-পৃষ্ঠে ব্যাপক পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্য সবচেয়ে বেশি ঘটে।
১. ভি-আকৃতি উপত্যকা (V-shaped Valley)
-
অবস্থান: পার্বত্য অঞ্চল
-
সৃষ্টি প্রক্রিয়া:
-
পার্বত্য অঞ্চলের শিলা কঠিন হওয়ায় নদীর স্রোতের গতিবেগ বেশি থাকে।
-
নদী মূলত তলদেশে বেশি ক্ষয় সাধন করে, পার্শ্ব ক্ষয় তুলনামূলকভাবে কম হয়।
-
নদীর মধ্যভাগ ক্রমশ ক্ষয়িত হয়ে ভি-আকৃতির রূপ ধারণ করে, যেমন ইংরেজি অক্ষর ‘V’।
-
-
বিস্তার:
-
সময়ের সঙ্গে পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পেলে উপত্যকাটি ধীরে ধীরে প্রশস্ত হয়।
-
এই প্রক্রিয়াটি প্রধানত উচ্চপথীয় নদী এবং পর্বতাঞ্চলে দেখা যায়।

0
Updated: 20 hours ago
কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
Created: 20 hours ago
A
মঙ্গল ও বৃহস্পতি
B
বুধ ও শুক্র
C
শনি ও ইউরেনাস
D
পৃথিবী ও মঙ্গল
বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই
বুধ গ্রহ
-
সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্য থেকে গড় দূরত্ব: ৫.৮ কোটি কিলোমিটার
-
ব্যাস: ৪,৮৫০ কিমি
-
সূর্য প্রদক্ষিণের সময়: ৮৮ দিন
-
বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি, বাতাস বা পানি নেই
-
কোনো উপগ্রহ নেই
শুক্র গ্রহ
-
পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ
-
সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ
-
গড় তাপমাত্রা সব গ্রহের মধ্যে সর্বোচ্চ
-
কোনো বায়ুমণ্ডল নেই যা জীবন সহায়ক
-
কোনো উপগ্রহ নেই

0
Updated: 20 hours ago
‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ নামে পরিচিত জেলা কোনটি?
Created: 20 hours ago
A
কক্সবাজার
B
ভোলা
C
পটুয়াখালী
D
বরিশাল
ভোলা
‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ নামে পরিচিত ভোলা জেলা
বাংলায় অর্থ: ‘বাংলাদেশের দ্বীপের রাণী’
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ
পূর্ব নাম: দক্ষিণ শাহবাজপুর
উৎপত্তি: হিমালয় থেকে নেমে আসা পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর পলি মোহনায় জমে গড়ে উঠেছে
প্রতিষ্ঠিত: ১৯৮৪ সালে

0
Updated: 20 hours ago
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
Created: 20 hours ago
A
মণিপুর
B
ত্রিপুরা
C
D
মেঘালয়
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি হলো: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ
মণিপুর বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য নয়
বাংলাদেশের সীমান্ত সম্পর্কিত তথ্য:
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা: ৩০টি
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা: ৩টি
-
মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি
-
রাঙামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী

0
Updated: 20 hours ago