A
৮৮.৫° উত্তর অক্ষরেখা
B
২৩.৫° উত্তর অক্ষরেখা
C
২৬.৫° উত্তর অক্ষরেখা
D
২০.৫° উত্তর অক্ষরেখা
উত্তরের বিবরণ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা
-
মহাদেশ ও অবস্থান: এশিয়ার দক্ষিণাংশে অবস্থিত।
-
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ:
-
উত্তর: ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা
-
পূর্ব: ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা
-
-
কর্কটক্রান্তি: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে ২৩.৫° উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে।
-
মাপ ও বিস্তৃতি:
-
পূর্ব থেকে পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি: ৪৪০ কিমি
-
উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি: ৭৬০ কিমি
-
-
সীমানা:
-
উত্তরে: ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
-
পূর্বে: আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার
-
দক্ষিণে: বঙ্গোপসাগর
-
পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ
-
-
উল্লেখযোগ্য: উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি (Tropic of Cancer) বলা হয়।

0
Updated: 21 hours ago