A
ফ্রান্স
B
জার্মানি
C
ইতালি
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
আল্পস পর্বত (Alps Mountains)
-
অবস্থান: ইউরোপ মহাদেশের দক্ষিণ-মধ্যাংশে।
-
আলাপন দেশসমূহ: অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড।
-
দৈর্ঘ্য: প্রায় ১,২০০ কিমি, অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
-
ধরন: ভঙ্গিল (Fold) পর্বত।
-
বিভাজন: তিনটি অংশে বিভক্ত – পূর্ব আল্পস, মধ্য আল্পস, পশ্চিম আল্পস।
-
ভূগঠন: বিভিন্ন উচ্চতা ও গভীরতার অসংখ্য চূড়া ও উপত্যকা।
-
বৃহত্তম হিমবাহ: সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত আলেচ হিমবাহ, দৈর্ঘ্য ২২.৬ কিমি।
-
প্রসারণ: দক্ষিণ ফ্রান্সের মোনাকো থেকে ভূমধ্যসাগরের উত্তর, সুইজারল্যান্ড, উত্তর ইতালি, দক্ষিণ জার্মানি, অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত।
-
শেষ বিন্দু: আলবেনিয়ার রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে।

0
Updated: 21 hours ago
আপালেশিয়ান পর্বত কোন মহাদেশে অবস্থিত?
Created: 3 weeks ago
A
উত্তর আমেরিকা
B
ইউরোপ
C
অ্যান্টার্কটিকা
D
এশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
ভূগোল
সাধারণ জ্ঞান
বাংলাদেশের পর্বত
বাংলাদেশের পাহাড়
বাংলাদেশের পাহাড় পর্বত, উপত্যকা , ঝর্ণা
বিখ্যাত পর্বত
No subjects available.
আপালেশিয়ান পর্বতমালা (Appalachian Mountains)
-
অবস্থান: উত্তর আমেরিকার পূর্ব অংশে, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে বিস্তৃত
-
দৈর্ঘ্য: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
প্রারম্ভ ও শেষ: অ্যালাবামা রাজ্য থেকে শুরু হয়ে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত
-
প্রাচীনত্ব: পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালা

0
Updated: 3 weeks ago