'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
A
UNEP
B
WWF
C
IUCN
D
IPCC
উত্তরের বিবরণ
Earth Hour
সংস্থা: WWF (World Wide Fund for Nature)
উদ্দেশ্য: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মূল বৈশিষ্ট্য:
-
বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় ও ব্যবসায় এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।
-
প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয়।
-
প্রথম Earth Hour অনুষ্ঠিত হয় ৩১ মার্চ ২০০৭, সিডনি, অস্ট্রেলিয়ায়, যেখানে ২২ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।
-
২০২৫ সালে Earth Hour অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত।
লক্ষ্য: শক্তি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
Created: 5 months ago
A
OECD
B
ECO
C
G-7
D
Red Cross
OECD (Organisation for Economic Co-operation and Development)
OECD একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়ন করা।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬১
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
প্রতিষ্ঠাতা দেশ: ২০টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩৮টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
-
প্রকার: একটি অর্থনৈতিক জোট
ঐতিহাসিক প্রেক্ষাপট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের "মার্শাল প্ল্যান"-এর অধীনে ১৯৪৮ সালে গঠিত হয় The Organisation for European Economic Cooperation (OEEC)। এই সংস্থাটি ছিল বর্তমান OECD-এর পূর্বসূরী। পরবর্তীতে ১৯৬১ সালে এর রূপান্তর ঘটে OECD-তে।
✳ অন্যান্য সংস্থার সদরদপ্তর:
-
ECO (Economic Cooperation Organization): তেহরান
-
G-7 (Group of Seven): নির্দিষ্ট কোনো স্থায়ী সদরদপ্তর নেই
-
Red Cross (International Committee of the Red Cross): জেনেভা, সুইজারল্যান্ড
উৎস: OECD অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 5 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট
0
Updated: 2 months ago