'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
A
UNEP
B
WWF
C
IUCN
D
IPCC
উত্তরের বিবরণ
Earth Hour
সংস্থা: WWF (World Wide Fund for Nature)
উদ্দেশ্য: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মূল বৈশিষ্ট্য:
-
বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় ও ব্যবসায় এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।
-
প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয়।
-
প্রথম Earth Hour অনুষ্ঠিত হয় ৩১ মার্চ ২০০৭, সিডনি, অস্ট্রেলিয়ায়, যেখানে ২২ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।
-
২০২৫ সালে Earth Hour অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত।
লক্ষ্য: শক্তি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
0
Updated: 1 month ago
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
Created: 1 week ago
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (Global Development Initiative - GDI) হলো চীনের প্রস্তাবিত একটি আন্তর্জাতিক উন্নয়ন ধারণা, যা বিশ্বের সার্বিক উন্নয়ন সহযোগিতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে। এই উদ্যোগটি মূলত এমন একটি কাঠামো তৈরি করতে চায় যেখানে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ এবং অর্থনৈতিক সংযুক্তিকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে।
-
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই)-এর প্রস্তাবক দেশ হলো চীন। এটি প্রেসিডেন্ট সি চিন পিং-এর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা, যার মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার করা।
-
জিডিআই ধারণার মূল ভিত্তি হলো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, বিশেষত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নে গতি আনা এবং উন্নয়ন প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ করে তোলা।
-
এই উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ মোট আটটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
-
জিডিআই-এর অন্যতম উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি করে বৈশ্বিক উন্নয়ন ব্যবধান কমিয়ে আনা।
বাংলাদেশ ও জিডিআই:
চীন বাংলাদেশের সঙ্গে এই উদ্যোগে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন বাংলাদেশকে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই)-এর সঙ্গে যুক্ত করতে চায়।
-
এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সইয়ের প্রক্রিয়া চলছে।
-
সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল সংযুক্তি।
-
চীনের মতে, এই অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে।
সব মিলিয়ে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (GDI) হলো এমন একটি আন্তর্জাতিক উন্নয়ন কাঠামো যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশও তার উন্নয়ন লক্ষ্য অর্জনে নতুন সুযোগ পেতে পারে।
0
Updated: 1 week ago
EU কী ধরনের সংগঠন?
Created: 5 months ago
A
অর্থনৈতিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক ও রাজনৈতিক
D
সামাজিক
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।
🔹 প্রতিষ্ঠা:
-
তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩
-
চুক্তি: মাস্ট্রিচ চুক্তি
-
এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
সদর দপ্তর
-
ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।
সদস্য দেশসংখ্যা
-
মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সর্বশেষ যোগদানকারী দেশ
-
ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন
উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago
'World Economic Outlook' প্রতিবেদন-২০২৫ অনুসারে, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
সিঙ্গাপুর
C
অস্ট্রেলিয়া
D
লুক্সেমবার্গ
World Economic Outlook (WEO)
-
প্রকাশক প্রতিষ্ঠান: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ।
-
ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান।
-
-
বিষয়বস্তু:
-
IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতি (Macroeconomy)।
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি (GDP Growth)।
-
মুদ্রাস্ফীতি (Inflation)।
-
কর্মসংস্থান (Employment)।
-
আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক।
-
সর্বশেষ প্রতিবেদন
-
World Economic Outlook – এপ্রিল ২০২৫
মাথাপিছু আয়ে শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ
২. সুইজারল্যান্ড
৩. আয়ারল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. নরওয়ে
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি
উৎস:
i) IMF ওয়েবসাইট
ii) World Population Review
0
Updated: 1 month ago