পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
উত্তরের বিবরণ
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 4 months ago
Who founded the Tamaddun Majlish?
Created: 4 weeks ago
A
Professor Abul Kashem
B
Professor ASM Nurul Haque Bhuiyan
C
Kazi Motahar Hossain
D
Abul Mansoor Ahmad
ভাষা আন্দোলন (প্রথম পর্যায়)
-
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা:
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
-
-
পুস্তিকা প্রকাশ:
-
১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
-
পুস্তিকার নাম: “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু”।
-
-
ভূমিকা:
-
তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে।
-
একই বছরের মধ্যেই বহু প্রখ্যাত ও অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি সমর্থন জানান।
-
-
বঞ্চনা:
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে বাংলা বাদ দেওয়া হয়।
-
নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায়ও বাংলা বাদ দেওয়া হয়।
-
পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে কেবল ইংরেজি ও উর্দু নির্বাচিত হয়।
-
-
পরিণতি:
-
এসব ঘটনায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের রূপ নেয়।
-

0
Updated: 4 weeks ago
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Created: 4 months ago
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 4 months ago
What is 'Tiger Lightning 2025'?
Created: 4 weeks ago
A
Air force exercise of Bangladesh
B
Joint military exercise between Bangladesh and the United States
C
Bilateral maritime exercise between Bangladesh and India
D
Naval exercise of the Bangladesh Navy
Exercise Tiger Lightning 2025
-
ধরণ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে।
-
তত্ত্বাবধান:
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড
-
যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড
-
-
অংশগ্রহণকারী সদস্য:
-
বাংলাদেশ সেনাবাহিনী → ১০০ জন (প্যারা কমান্ডো ব্রিগেড)
-
যুক্তরাষ্ট্র নেভাডা ন্যাশনাল গার্ড → ৬৬ জন
-
-
সময়কাল: ২৫ জুলাই – ৩০ জুলাই, ২০২৫ (মোট ৬ দিন)
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
যৌথ আভিযানিক সক্ষমতা ও কৌশলগত সমন্বয় উন্নয়ন
-
প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 4 weeks ago