নিম্নের কোন দেশটি ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র?
A
ভারত
B
রাশিয়া
C
অস্ট্রিয়া
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
OPEC ও OPEC+ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
১. OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর ১৯৬০, বাগদাদ, ইরাক
-
প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রাথমিক সদস্য: ৫টি – ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য: ১২টি – আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি নির্ধারণ ও সমন্বয়, বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ
২. OPEC Plus (OPEC+)
-
প্রতিষ্ঠা: ২০১৬, আলজেরিয়া
-
সদস্য দেশ: ৮টি – সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান
-
বিশেষত্ব: বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে
-
রাশিয়ার অবস্থা: রাশিয়া OPEC+ এর সদস্য, তবে OPEC-এর মূল সদস্য নয়
উল্লেখ্য: OPEC মূলত তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য, আর OPEC+ তাতে সহায়ক দেশগুলোকে যোগ করে বৃহত্তর জোট হিসেবে কার্যক্রম চালায়।
0
Updated: 1 month ago
OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
আবুধাবি
B
রিয়াদ
C
ভিয়েনা
D
তেহরান
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
প্রকার: আন্তর্জাতিক তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: ১০–১৪ সেপ্টেম্বর ১৯৬০, বাগদাদ কনফারেন্সের মাধ্যমে
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট ২০২৫]
সদস্য দেশসমূহ:
-
Algeria
-
Iraq
-
Nigeria
-
Saudi Arabia
-
Kuwait
-
Libya
-
Congo
-
Equatorial Guinea
-
Gabon
-
Iran
-
United Arab Emirates
-
Venezuela
উল্লেখ্য: ২০২৪ সালের ১ জানুয়ারি অ্যাঙ্গোলা সদস্যপদ ত্যাগ করে।
সূত্র: OPEC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ওপেক এর সদস্য দেশ কতটি? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
১১টি
B
১৩টি
C
১০টি
D
১২টি
OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা।
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠার সাল ও প্রতিষ্ঠাতা দেশ: ১৯৬০ সালের সেপ্টেম্বর; প্রথম পাঁচ দেশ — ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা
-
বর্তমান সদস্য দেশ (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১২টি
-
সদস্য প্রত্যাহার: অ্যাঙ্গোলা, ১ জানুয়ারী ২০২৪
-
প্রথম সদর দপ্তর: প্রথম ৫ বছর জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদর দপ্তর: ১ সেপ্টেম্বর ১৯৬৫ থেকে ভিয়েনা, অস্ট্রিয়া
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি সমন্বয় ও একীকরণ, যাতে উৎপাদকদের জন্য ন্যায্য ও স্থিতিশীল মূল্য নিশ্চিত করা যায়
0
Updated: 1 month ago
কোন দেশটি OPEC এর সদস্য নয়?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
নাইজেরিয়া
C
বাংলাদেশ
D
গ্যাবন
বাংলাদেশ কখনোই OPEC-এর সদস্য নয় এবং এটি এই সংগঠনের কোনো অংশে অন্তর্ভুক্ত ছিল না। OPEC বা Organization of the Petroleum Exporting Countries হল পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন,
যার মূল লক্ষ্য সদস্য দেশগুলোর তেল নীতি নির্ধারণ, সমন্বয় সাধন এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
OPEC-এর সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
-
ইন্দোনেশিয়া: ১৯৬২ সালে OPEC-এর সদস্য ছিল, ২০০৯ সালে স্থগিত, ২০১৬ সালে আবার যোগ দেয় এবং পরে পুনরায় স্থগিত হয়।
OPEC সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রতিষ্ঠিত: সেপ্টেম্বর ১৯৬০, বাগদাদ সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা)
-
বর্তমান সদস্য: ১২টি
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের আগে জেনেভায়)
সদস্যপদ পরিবর্তনসমূহ:
-
ইন্দোনেশিয়া ২০০৮ সালে OPEC থেকে বেরিয়ে আসে
-
২০১৯ সালের ১ জানুয়ারি কাতার, ২০২০ সালের ১ জানুয়ারি ইকুয়েডর সদস্যপদ ত্যাগ করে
-
১ জানুয়ারি, ২০২৪ অ্যাঙ্গোলা OPEC থেকে বেরিয়ে আসে
OPEC Plus (OPEC+):
-
OPEC-এর সহযোগী দেশ ও অন্যান্য তেল রপ্তানিকারক দেশকে OPEC+ বলা হয়
-
গঠিত: ২০১৬ সালে (আলজেরিয়া)
-
OPEC+ দেশসমূহ: সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান
-
এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে
0
Updated: 1 month ago