'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' পালিত হয় -
A
২৩ আগস্ট
B
৩০ আগস্ট
C
২ সেপ্টেম্বর
D
৮ সেপ্টেম্বর
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (International Day of the Victims of Enforced Disappearances)
-
পালনের তারিখ: প্রতি বছর ৩০ আগস্ট
-
প্রকাশ ও প্রেক্ষাপট:
-
২০০৬ সালের ২০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ গৃহীত হয়।
-
২০১০ সালের ডিসেম্বর মাসে “International Convention for the Protection of All Persons Against Enforced Disappearance” কার্যকর হলে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
-
উদ্দেশ্য:
-
গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করা।
-
তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রদর্শন।
-
গুম প্রতিরোধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।
-
-
লক্ষ্যবস্তু: রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ লোকসহ যেকোনো ব্যক্তিকে গুম করা থেকে রক্ষা করা।
এই দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
১৫ অক্টোবর
C
১৫ নভেম্বর
D
১৫ ডিসেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিবসের ঘোষণা দেয় এবং তারপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর তা পালিত হচ্ছে।
-
১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
-
২০০৭ সাল – জাতিসংঘ দিবসটির ঘোষণা দেয়
-
উদ্দেশ্য – গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা
-
আয়োজক – জাতিসংঘ সাধারণ পরিষদ
অন্যদিকে আরও কিছু দিবস একই মাসের ভিন্ন তারিখে পালিত হয়।
-
১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস
-
১৫ নভেম্বর – আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস
0
Updated: 1 month ago
কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
Created: 1 week ago
A
৫ জুন
B
১০ জুন
C
২০ জুন
D
২৫ জুন
বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর ২০ জুন তারিখে পালিত হয়, যা পৃথিবীর সব শরণার্থীদের প্রতি সহানুভূতি, সচেতনতা ও সংহতি প্রকাশের প্রতীক। যুদ্ধ, দমননীতি, জাতিগত সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন, তাদের অধিকার রক্ষা ও পুনর্বাসনে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই দিবস পালিত হয়।
-
প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০০১ সালের ২০ জুন।
-
এর আগে, ২০০০ সালের ডিসেম্বর পর্যন্ত দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস নামে পরিচিত ছিল।
-
দিবসটির সূচনা ঘটে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে, যাতে বিশ্বের সব শরণার্থীর দুরবস্থা তুলে ধরা এবং মানবিক সহায়তার প্রতি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়।
-
১৯৫১ সালে জাতিসংঘের আওতায় শরণার্থীদের মর্যাদা ও স্বীকৃতির সনদ (Convention Relating to the Status of Refugees) গৃহীত হয়, যা আন্তর্জাতিকভাবে শরণার্থীদের সুরক্ষার আইনি ভিত্তি স্থাপন করে।
বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের UNHCR (United Nations High Commissioner for Refugees) বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শরণার্থীদের জীবনমান উন্নয়ন, আশ্রয় প্রদান ও পুনর্বাসন সংক্রান্ত উদ্যোগ তুলে ধরে। দিনটি বিশ্বের বহু দেশে আলোচনা সভা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে পালন করা হয়।
গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস — ৫ জুন
-
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস — ১৩ অক্টোবর
-
আন্তর্জাতিক ওজোন দিবস — ১৬ সেপ্টেম্বর
-
বিশ্ব ধরিত্রী দিবস — ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক প্রাণী দিবস — ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস — ১৫ সেপ্টেম্বর
-
বিশ্ব মানবাধিকার দিবস — ১০ ডিসেম্বর
সব মিলিয়ে, ২০ জুনের বিশ্ব শরণার্থী দিবস মানবতা, সহানুভূতি ও বৈশ্বিক দায়িত্ববোধের এক স্মারক, যা শরণার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করে।
0
Updated: 1 week ago
নিম্নের কত তারিখে 'বিশ্ব সমুদ্র দিবস' পালিত হয়?
Created: 1 month ago
A
৪ অক্টোবর
B
৭ এপ্রিল
C
৮ জুন
D
১১ জুলাই
বিশ্ব সমুদ্র দিবস একটি আন্তর্জাতিক পর্যায়ের দিবস, যা সমুদ্র ও তার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে উদযাপিত হয়। এই দিবসের ইতিহাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসগুলোর তথ্য নিম্নরূপ:
-
বিশ্ব সমুদ্র দিবস প্রতি বছর ৮ জুন পালিত হয়।
-
উদ্ভব: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা আসে।
-
জাতিসংঘের স্বীকৃতি: ২০০৮ সালে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।
-
প্রথম উদযাপন: ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন শুরু হয়।
অন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসসমূহ:
-
৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস
-
৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস
-
৮ মার্চ - বিশ্ব নারী দিবস
-
৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস
-
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
0
Updated: 1 month ago