A
রিও ডি জেনিরো সম্মেলন
B
স্টকহোম সম্মেলন
C
কোপেনহেগেন সম্মেলন
D
প্যারিস সম্মেলন
উত্তরের বিবরণ
এজেন্ডা ২১ এবং Earth Summit সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
১. Earth Summit (জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন)
-
স্থান ও তারিখ: ৩–১৪ জুন ১৯৯২, রিও ডি জেনিরো, ব্রাজিল
-
পরিচিতি: রিও সামিট, রিও-কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি, এবং বেসরকারি সংস্থা (NGO)
-
উল্লেখযোগ্য নীতি: Polluter pays principle (দূষক নিজেই ক্ষতিপূরণ দেবে)
২. গুরুত্বপূর্ণ অর্জন ও নথি:
নথি/নীতি | বিবরণ |
---|---|
রিও ঘোষণা | ২৭টি সার্বজনীন নীতি সহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো |
এজেন্ডা ২১ | ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা |
UNFCCC | জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন; পরে কিয়োটো প্রোটোকল হিসেবে পরিচিত |
জৈবিক বৈচিত্র্য কনভেনশন | জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা |
বন ব্যবস্থাপনা নীতিমালা | বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা |
ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন (১৯৯৪) | ছোট দ্বীপ রাষ্ট্রের টেকসই উন্নয়ন বিষয়ক প্রথম সম্মেলন |
উল্লেখ্য: এজেন্ডা ২১ হলো ধরিত্রী সম্মেলনের একটি মূল ফলাফল, যা সদস্য দেশগুলোর জন্য টেকসই উন্নয়নের বিস্তারিত কর্মপরিকল্পনা হিসেবে প্রণীত।

0
Updated: 21 hours ago
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
Created: 22 hours ago
A
৩ টি
B
৫ টি
C
৭ টি
D
৯ টি
ডিসেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সম্মেলনটি দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছিল।
তথ্যগুলো সংক্ষেপে:
-
সম্মেলনের ধরন: দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন
-
তারিখ: ডিসেম্বর ২০২০
-
স্বাক্ষরিত MoU সংখ্যা: ৭টি
-
উদ্দেশ্য: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ।
তথ্যটি বর্তমান নয়; সর্বশেষ তথ্য জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল বা অথেনটিক সংবাদপত্র দেখা উত্তম।

0
Updated: 22 hours ago
২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 3 months ago
A
ফ্রান্স
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জাপান
২০২৫ সালের G-7 সামিট
-
সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫
-
স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস
-
আয়োজক: কানাডা সভাপতিত্ব করবে
-
বিশেষত্ব: এটি G-7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে
G-7 সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: Group of Seven
-
প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫
-
প্রস্তাবক দেশ: ফ্রান্স
-
উদ্দেশ্য: বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট
-
বর্তমান সদস্য দেশসমূহ:
-
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাজ্য
-
ফ্রান্স
-
জার্মানি
-
ইতালি
-
জাপান (একমাত্র এশীয় দেশ)
-
কানাডা
-
-
অতিরিক্ত তথ্য: এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও G-7-এর প্রতিনিধিত্ব করে
উৎস: কানাডার অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা

0
Updated: 3 months ago
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
দিল্লী
B
ডারবান
C
ঢাকা
D
জাকার্তা
চিহ্নিত উত্তরটি সঠিক নয়
NAM-এর পূর্ণরূপ হলো Non-Aligned Movement। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যা মূলত শীতল যুদ্ধের সময় বিশ্ব রাজনীতির দুই প্রধান শক্তি ব্লক — পূর্ব ব্লক (সোভিয়েত ইউনিয়ন) ও পশ্চিম ব্লক (যুক্তরাষ্ট্র) — এর বাইরে থেকে নিরপেক্ষ থাকার জন্য গঠিত হয়। NAM-এর মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে সহায়তা করা, যাতে তারা কোনো সুপারপাওয়ারের সঙ্গে সরাসরি জোট বাঁধতে না হয়।
বর্তমান সদস্য সংখ্যা: ১২১টি দেশ, যার মধ্যে সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে দক্ষিণ সুদান।
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
NAM-এর উদ্দেশ্যসমূহ:
-
বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
-
বৈশ্বিক শক্তি ভারসাম্য রক্ষা করা।
-
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা।
-
আগ্রাসী বা উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম।
-
সদস্য রাষ্ট্রদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থন বৃদ্ধি।
সাম্প্রতিক ঘটনা:
NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ২০তম সম্মেলন ২০২৫ সালে উজবেকিস্তানে আয়োজন করা হবে।
তথ্যের উৎস: NAM-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago