The class ___ not prepared for the examination.
A
is
B
are
C
have
D
were
উত্তরের বিবরণ
The complete sentence is The class is not prepared for the examination।
-
Group Nouns যেমন: class, crowd, committee, team, public, population, army, navy, mob, family, audience, majority, minority ইত্যাদি সাধারণত একক (singular) ধরা হয়, যখন পুরো গ্রুপকে সামগ্রিকভাবে বোঝানো হয়।
-
যদি গ্রুপের সদস্যদের পৃথকভাবে বিবেচনা করা হয়, তখন plural verb ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
The class is not prepared for the examination.
-
The committee is ready for the meeting.
-
The jury consists of nine persons। (Collective noun, singular)
-
The jury were divided in their opinion। (Noun of multitude, plural)
-
-
অন্যান্য বিকল্প:
-
খ) are, গ) have, ঘ) were – এগুলো plural auxiliary verbs, কিন্তু এখানে singular verb “is” সঠিক।
-
0
Updated: 1 month ago
If they had known about the accident, they _____ out.
Created: 2 months ago
A
won't go
B
would gone
C
didn't go
D
wouldn't have gone
• Complete sentence: If they had known about the accident, they wouldn't have gone out.
• Bangla meaning: যদি তারা দুর্ঘটনার বিষয়ে জানত, তবে তারা বাইরে যেত না।
-
উল্লিখিত বাক্যটি একটি Third Conditional sentence।
-
Third conditional-এর নিয়ম অনুযায়ী:
-
If clause (শর্তযুক্ত অংশে): had + verb-এর past participle form ব্যবহৃত হয়।
-
Main clause: would/could/might + have + verb-এর past participle + extension হয়।
-
-
Structure: If + Past Perfect (had + past participle) + Subject + would/could/might + have + verb-এর past participle।
-
Negative অর্থ প্রকাশে: would/could/might + not ব্যবহৃত হয়।
-
Note: 'If' clause বাক্যের শুরুতে বা শেষে উভয় ক্ষেত্রেই বসানো যায়।
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
0
Updated: 2 months ago
If you want them to ____ you'll have to offer them more than that.
Created: 1 month ago
A
give in
B
fall in
C
get forth
D
get off
Complete Sentence:
-
If you want them to give in, you'll have to offer them more than that.
Give in (Phrasal Verb):
-
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
-
Bangla Meaning: আত্মসমর্পণ করা
Other Options:
-
Fall in: ভেঙে করা; সারি বেধে দাঁড়ানো
-
Get forth: উদগীরণ করা, নিঃসৃত করা / হওয়া
-
Get off: নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা
Explanation: বাক্যটি অর্থবোধক করার জন্য give in ব্যবহার করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
The usher showed us —
Created: 1 month ago
A
a rare painting in the gallery
B
where to sit
C
how to perform on stage
D
the recipe for chocolate cake
Correct Answer: খ) where to sit
Usher
-
English meaning: A man who shows people where they should sit, especially at a formal event such as a wedding, theatre, or cinema.
-
Bangla meaning: যে ব্যক্তি রঙ্গালয়, প্রেক্ষাগৃহ ইত্যাদিতে মানুষকে তাদের আসন দেখিয়ে দেয়; প্রবেশক; দ্বারিক।
Example:
-
The usher showed us to front-row seats.
-
The guard ushered the jury members into the courtroom.
Explanation:
-
এখানে “usher” বলতে বোঝানো হচ্ছে এমন একজন ব্যক্তি, যিনি থিয়েটার, সিনেমা হল, চার্চ ইত্যাদিতে দর্শকদের তাদের সিটে বসতে সাহায্য করেন।
-
তাই স্বাভাবিকভাবে usher আমাদের দেখাবে “where to sit”।
কেন অন্য অপশনগুলো ভুল:
-
ক) a rare painting in the gallery → গ্যালারিতে একটি বিরল চিত্রকর্ম।
-
গ) how to perform on stage → মঞ্চে কীভাবে অভিনয় করতে হয়।
-
ঘ) the recipe for chocolate cake → চকলেট কেকের রেসিপি/রান্নার পদ্ধতি।
Source: Cambridge Dictionary; Accessible Dictionary
0
Updated: 1 month ago