Global Peace Index-2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
A
আইসল্যান্ড
B
ফিনল্যান্ড
C
নরওয়ে
D
ডেনমার্ক
উত্তরের বিবরণ
Global Peace Index (GPI) 2025 – সংক্ষিপ্ত তথ্য:
-
প্রকাশক: Institute for Economics & Peace, সিডনি, অস্ট্রেলিয়া
-
প্রকাশের সময়কাল: জুন ২০২৫
-
মূল তিনটি সূচক:
-
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
-
চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত
-
সামরিকীকরণ
-
বিশ্বের শান্তিপূর্ণ দেশসমূহ (শীর্ষ ৫):
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ (নিম্ন ৫):
163. রাশিয়া
162. ইউক্রেন
161. সুদান
160. কঙ্গো প্রজাতন্ত্র
159. ইয়েমেন
বাংলাদেশের অবস্থান: ১২৩তম
GPI বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও সংঘাতের মাত্রা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
কোন দেশে ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত হয়?
Created: 3 weeks ago
A
নরওয়ে
B
সুইডেন
C
ডেনমার্ক
D
জার্মানি
‘Fridays for Future’ আন্দোলনের সূচনা সুইডেনে ঘটে।
Fridays for Future:
-
আন্দোলনের সূচনা করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
-
মাত্র ১৫ বছর বয়সে, ২০১৮ সালে তিনি স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
-
তার এই উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
-
আন্দোলনটি ধীরে ধীরে একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপান্তরিত হয়।
-
মূল উদ্দেশ্য হলো সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
-
এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
0
Updated: 3 weeks ago
পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জন্মস্থান -
Created: 6 days ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
যুক্তরাজ্য
D
জার্মানি
0
Updated: 6 days ago
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
থমাস এডিসন
B
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
C
পিটার বেনেনসন
D
পল হ্যারিস
Rotary International প্রতিষ্ঠা করেন পল হ্যারিস, যিনি শিকাগোর আইনজীবী ছিলেন এবং ২৩ ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন। ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International-এর বৈশ্বিক কার্যক্রম শুরু হয়। এটি সংস্থার সর্বাধিক পরিচিত বৈশ্বিক প্রকল্প। সদর দপ্তর: ইলিনয়িস, মার্কিন যুক্তরাষ্ট্র।
Rotary International-এর কার্যক্রম:
-
শান্তি প্রচার করা
-
রোগের বিরুদ্ধে লড়াই করা
-
পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করা
-
মা ও শিশুদের বাঁচানো
-
শিক্ষা সহায়তা প্রদান করা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো
-
পরিবেশ রক্ষা করা
0
Updated: 1 month ago