জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন -
A
ভিক্টরিয়া নুল্যান্ড
B
আনালেনা বায়েরবোক
C
ফিলেমন ইয়াং
D
তিজ্জানি মোহাম্মদ-বান্ডে
উত্তরের বিবরণ
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ৮০তম অধিবেশনের সভাপতি
-
৮০তম অধিবেশনের সভাপতি: আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)
-
জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
-
৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ (General Assembly):
-
জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সকল সদস্য রাষ্ট্র (বর্তমানে ১৯৩টি) এর প্রতিনিধিত্ব থাকে।
-
বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সংবিধানের চতুর্থ অধ্যায় (৯–২২ অনুচ্ছেদ) এ সাধারণ পরিষদ সম্পর্কিত নির্দেশনা রয়েছে।
পূর্ববর্তী সভাপতি:
-
৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলেমন ইয়াং, ক্যামেরুনের প্রাক্তন প্রধানমন্ত্রী।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় -
Created: 3 weeks ago
A
২৪ জুন
B
২৬ জুন
C
২২ অক্টোবর
D
২৪ অক্টোবর
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়, যা জাতিসংঘের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসর্গীকৃত।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন (২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার মূল সম্মেলন
-
সম্মেলনের উদ্দেশ্য: একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
২৪ অক্টোবর, ১৯৪৫: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষর করে
-
মোট স্বাক্ষরকারী দেশ: ৫১টি
-
এই কারণে ২৪ অক্টোবর-কে জাতিসংঘের জন্মদিন হিসেবে বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
0
Updated: 3 weeks ago
WTO কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৯৪ সালের ১ জানুয়ারি
B
১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
C
১৯৯৫ সালের ১ জানুয়ারি
D
১৯৯৫ সালের ৩১ জানুয়ারি
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যিক জোট, যা বৈশ্বিক বাণিজ্যের নীতি ও নিয়ম তদারকি করে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করে।
-
পূর্ণরূপ: World Trade Organization
-
প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্যদেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
মারাকেশ চুক্তি
-
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
-
এই চুক্তির মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে এবং WTO একটি স্থায়ী বৈশ্বিক সংস্থায় রূপ নেয়।
0
Updated: 3 weeks ago
The United Nations University কোন শহরে অবস্থিত?
Created: 5 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
নিউইয়র্ক
D
টোকিও
UNU (United Nations University)
-
পূর্ণরূপ: United Nations University (জাতিসংঘ বিশ্ববিদ্যালয়)
-
প্রতিষ্ঠা: ডিসেম্বর, ১৯৭২
-
শিক্ষা কার্যক্রম শুরু: সেপ্টেম্বর, ১৯৭৫
-
সদর দপ্তর: টোকিও, জাপান
-
প্রধানের পদবি: রেক্টর
-
প্রথম রেক্টর ও প্রথম বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি: ড. জেমস এম. হেস্টার
-
বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম রেক্টর)
প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য:
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ থান্ট, ১৯৬৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে। এরপর ১৯৭২ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
UNU-এর মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যাসমূহের সমাধানে শিক্ষা ও গবেষণার মাধ্যমে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্বব্যাপী উপস্থিতি ও কার্যক্রম
বর্তমানে বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান UNU-এর অধীনে কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago