A
ভিক্টরিয়া নুল্যান্ড
B
আনালেনা বায়েরবোক
C
ফিলেমন ইয়াং
D
তিজ্জানি মোহাম্মদ-বান্ডে
উত্তরের বিবরণ
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ৮০তম অধিবেশনের সভাপতি
-
৮০তম অধিবেশনের সভাপতি: আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)
-
জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
-
৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ (General Assembly):
-
জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সকল সদস্য রাষ্ট্র (বর্তমানে ১৯৩টি) এর প্রতিনিধিত্ব থাকে।
-
বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সংবিধানের চতুর্থ অধ্যায় (৯–২২ অনুচ্ছেদ) এ সাধারণ পরিষদ সম্পর্কিত নির্দেশনা রয়েছে।
পূর্ববর্তী সভাপতি:
-
৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলেমন ইয়াং, ক্যামেরুনের প্রাক্তন প্রধানমন্ত্রী।

0
Updated: 21 hours ago
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
Created: 1 month ago
A
ইউএনডিপি
B
ইউনিসেফ
C
ইউএনএইচসিআর
D
ইউনেস্কো
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা, নিবন্ধন, খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে আসছে।
UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।
উল্লেখ্য,
- UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
অন্যদিকে,
- ইউএনডিপি মূলত উন্নয়ন কার্যক্রমে, ইউনিসেফ শিশু ও মাতৃস্বাস্থ্যে, এবং ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে।

0
Updated: 1 month ago
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
Created: 1 month ago
A
অছি পরিষদ
B
সাধারণ পরিষদ
C
নিরাপত্তা পরিষদ
D
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা
জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য এর ছয়টি প্রধান অঙ্গসংস্থা রয়েছে। এরা হলো:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পাঁচটি পরাশক্তি এই পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে।
-
এই পাঁচটি দেশ হচ্ছে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
-
একত্রে এদের ‘পি-৫ (P-5)’ নামে ডাকা হয়।
-
নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ নতুন সদস্য রাষ্ট্রকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করে।
-
মহাসচিব নিয়োগ এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের ক্ষেত্রেও নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মহাসচিব নির্বাচন হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্পর্কে বিশদভাবে উল্লেখ রয়েছে।
অস্থায়ী সদস্য
-
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের মেয়াদে।
-
বর্তমানে পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো:
-
২০২৪ সালের মেয়াদে: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড।
-
২০২৫ সালের মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
উৎস: UN Security Council (আধিকারিক ওয়েবসাইট)
-

0
Updated: 1 month ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 2 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago