Choose the correct sentence:
A
To read books are always enjoyable.
B
Reading novels are my favourite pastime.
C
That she sings well surprise everyone.
D
To swim every morning keeps him healthy.
উত্তরের বিবরণ
The correct answer is ঘ) To swim every morning keeps him healthy।
- 
এখানে subject হলো একটি infinitive phrase: To swim every morning. 
- 
যখন subject হয় infinitive (to + verb), gerund (verb + ing), noun clause, বা phrase, তখন এটি singular হিসেবে বিবেচিত হয়। 
- 
তাই verb হিসেবে “keeps” সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। 
অন্যান্য বিকল্প:
- 
ক) To read books are always enjoyable – এখানে infinitive phrase হওয়ায় verb হওয়া উচিত ছিল is। 
- 
খ) Reading novels are my favourite pastime – gerund phrase হওয়ায় verb হওয়া উচিত ছিল is। 
- 
গ) That she sings well surprise everyone – noun clause হওয়ায় verb হওয়া উচিত ছিল surprises। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Usaurie
B
Usuree
C
Usurie
D
Usury
সঠিক উত্তর হলো – ঘ) Usury.
Usury (noun):
- 
English Meaning: the practice of lending money to people at unfairly high rates of interest 
- 
Bangla Meaning: সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চড়া সুদ 
Example Sentences:
- 
He used to practice usury frequently. 
- 
Delaware wasted no time in trashing its usury law as well. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
The girl burst out tears.
B
The girl burst into tears.
C
The girl burst with tears.
D
The girl bursted out tears.
Burst into tears একটি ইংরেজি ইডিয়ম, যার মানে হলো কান্নায় ভেঙ্গে পড়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ হঠাৎ করে কাঁদতে শুরু করে।
- 
ইংরেজি অর্থ: to start to cry 
- 
বাংলা অর্থ: কান্নায় ভেঙ্গে পড়া 
এই ইডিয়মটি past tense-এ ব্যবহার করতে হলে, burst-এর past form ব্যবহার করতে হবে। বিশেষ করে, burst-এর past form ও present form একই, অর্থাৎ burst।
সুতরাং সঠিক বাক্য হবে: The girl burst into tears।
- 
বাংলা অর্থ: মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 3 weeks ago
A
The twins resembled with each other more strongly when they were young.
B
The twins resembled each other more strongly when they were young.
C
The twins resembled to each other more strongly when they were young.
D
The twins resembled each other more strong when they were young.
বাক্যটি "The twins resembled each other more strongly when they were young" সঠিকভাবে প্রকাশ করে যে যমজ ভাইবোন ছোটবেলায় একে অপরের সাথে বেশি মিল ছিল। সাধারণত resembles একটি transitive verb, যার পরে সরাসরি object বসে, কোনো preposition প্রয়োজন হয় না। এছাড়াও, verb কে modify করার জন্য strongly adverb ব্যবহার করা হয়েছে, যা grammatically সঠিক।
মূল তথ্যগুলো হলো:
- 
Correct structure: Subject + resemble + direct object। 
- 
"Resembled" verb কে modify করতে strongly adverb ব্যবহার করতে হবে। 
- 
তাই সঠিক বাক্য: The twins resembled each other more strongly when they were young। 
- 
অন্যান্য transitive verbs যার পরে preposition লাগে না: reach, violate, discuss, investigate, recommend, order, command, enter ইত্যাদি। 
- 
ভুল উদাহরণসমূহ: - 
"Resembled with each other" – এখানে with ব্যবহার হবে না। 
- 
"Resembled to each other" – এখানে to ব্যবহার হবে না। 
- 
"Resembled each other more strong" – strong এর পরিবর্তে adverb strongly ব্যবহার করতে হবে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago