নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -
A
নামিবিয়া
B
সুইজারল্যান্ড
C
কিউবা
D
পানামা
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।
অন্যদিকে,
- কিউবা ১৯৮৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- নামিবিয়া ১৯৯০ সালের ২৩ এপ্রিল জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- সুইজারল্যান্ড ১৯৯০ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- পানামা ১৯৪৫ সালের ১৩ নভেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 4 months ago
ন্যাটোর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? [আগস্ট , ২০২৫]
Created: 1 month ago
A
ফিনল্যান্ড
B
উত্তর মেসিডোনিয়া
C
সুইডেন
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য দেশ: সুইডেন, ২০২৪ সালে যোগদান
-
ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গঠিত আন্তঃসরকারি সামরিক জোট
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য
উৎস:
0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
Created: 2 weeks ago
A
তিমুর লিস্টি
B
দক্ষিন সুদান
C
ওয়েস্টার্ন সাহারা
D
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
ওয়েস্টার্ন সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিতর্কিত ও জনবিরল মরুভূমি অঞ্চল, যা এখনো স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়নি। এটি জাতিসংঘের সদস্য নয়, বরং জাতিসংঘ একে "Non-self-governing territory" হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
অবস্থান ও বৈশিষ্ট্য: আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত মরুভূমি অঞ্চল।
-
বৃহত্তম শহর: লায়াউন।
-
ঔপনিবেশিক ইতিহাস: স্পেনের উপনিবেশ ছিল (Spanish Sahara); ১৯৭৫ সালে স্বাধীনতা ঘোষণা করে।
-
সংঘর্ষ: মরক্কো অঞ্চলের বড় অংশ দখল করে নেয়, ফলে পোলিসারিও ফ্রন্ট নামের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলে।
-
যুদ্ধবিরতি ও পুনরায় সংঘর্ষ: ১৯৯১ সালে মরক্কো ও পোলিসারিওর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ২০২০ সালে সংঘর্ষ আবার শুরু হয়।
-
জাতিসংঘের অবস্থান: সদস্য নয়; "Non-self-governing territory" হিসেবে তালিকাভুক্ত।
অন্যদিকে নিচের তিনটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র—
-
তিমুর-লিস্টি (পূর্ব তিমুর): ২০০২ সালে যোগ দেয়।
-
দক্ষিণ সুদান: ২০১১ সালে যোগ দেয় (সর্বশেষ সদস্য)।
-
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক: ১৯৬০ সালে যোগ দেয়।
জাতিসংঘ সম্পর্কিত মূল তথ্য—
-
পূর্ণ নাম: United Nations Organization (UNO)।
-
পূর্বসূরী: League of Nations।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫।
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি।
-
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফ্রেঞ্চ।
0
Updated: 2 weeks ago
বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
Created: 3 months ago
A
১৮৩
B
১৮৮
C
১৯৩
D
১৯৭
জাতিসংঘ
-
বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
-
দক্ষিণ সুদান হলো জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য দেশ, যা ২০১১ সালের ১৪ জুলাই যোগ দেয়।
জাতিসংঘের জন্ম ও ইতিহাস
-
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে এই সনদে স্বাক্ষর করা হয়।
-
প্রথমদিকে ৫১টি দেশ ছিল জাতিসংঘের সদস্য।
-
এখন এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি (জুলাই ২০২৫ পর্যন্ত)।
জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
-
এর স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ জাতিসংঘে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
-
বাংলাদেশ ছিল ১৩৬তম সদস্য দেশ।
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago