Choose the correct sentence.
A
While he crossed the road, he saw a dog.
B
While crossing the road, he saw a dog.
C
While he crossing the road, he saw a dog.
D
While was crossing the road, he saw a dog.
উত্তরের বিবরণ
The correct answer is খ) While crossing the road, he saw a dog।
-
যখন “while” ব্যবহার করা হয় এবং এর পরে সরাসরি verb আসে, তখন verb টি present participle (verb + ing) আকারে ব্যবহার করা হয়।
-
এই participle phrase বাক্যে একটি modifier হিসেবে কাজ করে, যেমন: while crossing the road।
-
Option খ-তে participle phrase সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবং বাক্যটি grammatically ও অর্থগতভাবে সঠিক।
অন্যান্য বিকল্প:
-
ক) While he crossed the road, he saw a dog: এখানে past simple “crossed” ব্যবহার করা হয়েছে, যা while-এর নিয়ম অনুযায়ী সঠিক নয়।
-
গ) While he crossing the road, he saw a dog: “he crossing” একটি ভুল গঠন; সঠিক হবে “he was crossing”।
-
ঘ) While was crossing the road, he saw a dog: এখানে subject “he” অনুপস্থিত, তাই বাক্য অসম্পূর্ণ।
0
Updated: 1 month ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 2 months ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।
0
Updated: 2 months ago
What is the correct spelling?
Created: 3 weeks ago
A
Sarveillance
B
Serveillance
C
Survillance
D
Surveillance
The correct spelling is – Surveillance (অপশন 'ঘ')।
-
Surveillance (noun)
-
English Meaning: Close observation of a person, group, or area, often for security or monitoring purposes.
-
Bangla Meaning: নিরীক্ষণ, নজরদারি বা পর্যবেক্ষণ।
-
-
Example Sentences:
-
The airport increased surveillance to ensure passenger safety.
-
Police conducted 24-hour surveillance on the suspect’s house.
-
0
Updated: 3 weeks ago
Choose the correct comparative form of the sentence: ‘Very few boys are as industrious as Zaman.
Created: 1 month ago
A
Zaman is one of the most industrious boys.
B
Zaman is more industrious than most other boys.
C
Zaman is really industrious like other boys.
D
Zaman is as industrious as other boys.
Very few দিয়ে গঠিত Positive Degree বাক্যকে Comparative Degree-তে রূপান্তর করার সময় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে বাক্যের গঠন সামান্য পরিবর্তিত হয়, তবে অর্থ অপরিবর্তিত থাকে। নিয়মটি নিম্নরূপ:
-
Structure: প্রদত্ত বাক্যের শেষে যে Subject থাকে সেটিকে প্রথমে আনতে হবে।
-
তারপর Verb বসাতে হবে।
-
Positive Degree-র adjective/adverb-কে Comparative form-এ রূপান্তর করতে হবে।
-
এরপর than most other যোগ করতে হবে।
-
অবশেষে Very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশটি যুক্ত করতে হবে।
উদাহরণ:
-
Positive: Very few metals are as costly as gold.
-
Comparative: Gold is costlier than most other metals.
আরও একটি উদাহরণ:
-
Positive: Very few boys are as industrious as Zaman.
-
Comparative: Zaman is more industrious than most other boys.
0
Updated: 1 month ago