Choose the correct sentence.
A
While he crossed the road, he saw a dog.
B
While crossing the road, he saw a dog.
C
While he crossing the road, he saw a dog.
D
While was crossing the road, he saw a dog.
উত্তরের বিবরণ
The correct answer is খ) While crossing the road, he saw a dog।
-
যখন “while” ব্যবহার করা হয় এবং এর পরে সরাসরি verb আসে, তখন verb টি present participle (verb + ing) আকারে ব্যবহার করা হয়।
-
এই participle phrase বাক্যে একটি modifier হিসেবে কাজ করে, যেমন: while crossing the road।
-
Option খ-তে participle phrase সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবং বাক্যটি grammatically ও অর্থগতভাবে সঠিক।
অন্যান্য বিকল্প:
-
ক) While he crossed the road, he saw a dog: এখানে past simple “crossed” ব্যবহার করা হয়েছে, যা while-এর নিয়ম অনুযায়ী সঠিক নয়।
-
গ) While he crossing the road, he saw a dog: “he crossing” একটি ভুল গঠন; সঠিক হবে “he was crossing”।
-
ঘ) While was crossing the road, he saw a dog: এখানে subject “he” অনুপস্থিত, তাই বাক্য অসম্পূর্ণ।
0
Updated: 1 month ago
Choose the right preposition for the sentence. She argued ____ me about the marriage.
Created: 3 months ago
A
with
B
for
C
to
D
from
Argue with/ about
- to speak angrily to someone, telling that person that you disagree with them
- কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।
Example: He argued with me against the logic.
• Argue for: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
Example: He argued for the law.
• বাক্যে বলা হচ্ছে - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with।
- সঠিক বাক্য হবে: She argued with me about the marriage.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Identify the correct passive form- Open the window.
Created: 3 months ago
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.
0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
You need not to bring your books tomorrow.
B
You need not bring your books tomorrow.
C
You need not brought your books tomorrow.
D
You need not bringing your books tomorrow.
Correct answer: You need not bring your books tomorrow.
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয়।
-
তাই এদের সাধারণ নাম semi-modals.
-
তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb বা modal verb হিসেবে পরিচিত।
• Negative sentence এ "need" modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
-
অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য থাকে।
-
এক্ষেত্রে need এর সাথে কখনো s/ es যুক্ত হয় না।
-
যেমন: You needn't take off your shoes.
• তবে বাক্যের গঠন যদি subject + don't/ doesn't + need হয় তবে এরপরে To + verb এর base form বসে।
-
যেমন: You don't need to spend a lot of money on presents.
0
Updated: 3 weeks ago