A
Bread and butter are my favourite breakfast.
B
He and I am well.
C
Rice and curry is a popular dish.
D
Honesty and hard work brings success.
উত্তরের বিবরণ
Correct sentence: Rice and curry is a popular dish.
Explanation:
-
সাধারণত "and" দিয়ে দুটি আলাদা subject যুক্ত হলে plural verb (বহুবচন ক্রিয়া) লাগে।
-
কিন্তু যদি দুটি subject মিলে একটি ধারণা বা একক বস্তু বোঝায়, তখন singular verb (একবচন ক্রিয়া) ব্যবহার হয়।
-
এখানে "Rice and curry" একসাথে একটি খাবার বোঝাচ্ছে → তাই singular verb "is" সঠিক।
অন্যান্য উদাহরণ:
-
"Bread and butter is my favourite breakfast."
-
"Fish and chips is a typical British dish."
ভুল বিকল্পগুলো:
-
Bread and butter are my favourite breakfast – একক খাবার বোঝায়, তাই "is" হবে।
-
He and I am well – দুইজন বোঝাচ্ছে, তাই "am" হবে না, "are" সঠিক।
-
Honesty and hard work brings success – দুইটি ভিন্ন গুণ, তাই verb হবে "bring" (plural)।

0
Updated: 21 hours ago
Which one is the correct sentence?
Created: 2 weeks ago
A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

0
Updated: 2 weeks ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 1 month ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 month ago
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
Created: 1 month ago
A
raised
B
pointed
C
lifted
D
cressed (crossed)
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।
• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।
• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.
- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।

0
Updated: 1 month ago