কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০৩ সালে
D
২০০৫ সালে
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি, যা জাতিসংঘের জৈব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের অংশ হিসেবে প্রণীত। এর মূল উদ্দেশ্য হলো জৈব প্রযুক্তি ও জৈবিক উৎসের নিরাপদ ব্যবহার ও পরিবহন নিশ্চিত করা, যাতে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।
তথ্যসমূহ:
-
কার্টাগেনা প্রটোকলের পূর্ণরূপ হলো Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
-
এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
প্রটোকলের মূল লক্ষ্য হলো জৈব প্রযুক্তি সংক্রান্ত ঝুঁকি কমানো এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।
-
প্রটোকল অনুমোদিত হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে, কলম্বিয়ার কার্টাগেনা শহরে, যার কারণে এর নামকরণ করা হয় কার্টাগেনা প্রটোকল নামে।
-
প্রটোকলটি গৃহীত ও কার্যকর করা হয় কানাডার মন্ট্রিল শহরে।
-
প্রটোকলে স্বাক্ষরিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
প্রটোকল কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১০৩টি।
-
প্রটোকল অনুমোদনকারী দেশ সংখ্যা ১৭৩টি।
-
বাংলাদেশ ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।
0
Updated: 1 month ago
'কার্টাগেনা' প্রটোকল হচ্ছে?
Created: 3 months ago
A
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
B
ইরাক পুনর্গঠন চুক্তি
C
যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
D
শিশু অধিকার চুক্তি
কার্টাগেনা প্রটোকল: একটি আন্তর্জাতিক জৈব নিরাপত্তা চুক্তি
কার্টাগেনা প্রটোকল হলো জৈববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের (Convention on Biological Diversity) অধীনে গৃহীত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রটোকল, যার উদ্দেশ্য হলো জৈব নিরাপত্তা নিশ্চিত করা।
এর মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য রক্ষায় জীববিজ্ঞানভিত্তিক প্রযুক্তি (বিশেষ করে জেনেটিকালি মডিফাইড অর্গানিজম বা GMO) ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা।
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
মূল উদ্দেশ্য: জৈব প্রযুক্তি থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।
-
প্রোটোকল গৃহীত হয়: ২৯ জানুয়ারি, ২০০০, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
অনুমোদনের তারিখ: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। এই শহরের নাম অনুসারে প্রোটোকলটির নামকরণ করা হয়।
-
স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ২০০০ সালে প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।
তথ্যসূত্র: UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কার্টাগেনা প্রটোকল কবে কার্যকর হয়?
Created: 3 weeks ago
A
১৯৯২
B
২০০০
C
২০০৩
D
২০০৫
কার্টাগেনা প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈব-নিরাপত্তা সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে গৃহীত। এটি পরিচিত “The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity” নামে। চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনা শহরে আলোচিত হয় এবং ২৯ জানুয়ারি, ২০০০ সালে স্বাক্ষরিত হয়। প্রটোকলটি ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে কার্যকর হয়। বাংলাদেশ ২৪ মে, ২০০০ সালে এই প্রটোকলে স্বাক্ষর করে এবং ৫ মে, ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করে।
• কার্টাগেনা প্রটোকল জীববৈচিত্র্য সংরক্ষণ ও জৈবপ্রযুক্তি সম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক কাঠামো প্রদান করে।
• এটি জৈব-প্রযুক্তিগত পণ্য, বিশেষ করে জেনেটিকালি মডিফাইড অর্গানিজম (GMO) পরিবহণ ও ব্যবহার নিয়ন্ত্রণে নির্দেশিকা নির্ধারণ করে।
• প্রটোকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণের সময় সতর্কতার নীতি (Precautionary Principle) প্রয়োগ নিশ্চিত করে।
• সংস্থাগুলোকে প্রটোকলের অধীনে তথ্য বিনিময়, ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হয়।
• এটি বিশ্বব্যাপী জৈবনিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে বিবেচিত।
0
Updated: 3 weeks ago
নিম্নের কত সালে 'কার্টাগেনা প্রটোকল' কার্যকর হয়?
Created: 3 weeks ago
A
২০০১ সালে
B
২০০২ সালে
C
২০০৩ সালে
D
২০০৪ সালে
কার্টাগেনা প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কিয়োটো প্রোটোকল এবং প্যারিস চুক্তি—এগুলো আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি। প্রতিটির নিজস্ব লক্ষ্য ও কার্যক্রম রয়েছে যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে।
-
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity)
-
এটি জাতিসংঘের বায়োসেফটি (Biosafety) বিষয়ক চুক্তি।
-
খসড়া অনুমোদন হয় কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
-
স্বাক্ষরিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ সংখ্যা: ১০৩টি।
-
অনুমোদনকারী দেশ সংখ্যা: ১৭৩টি।
-
বাংলাদেশ এই প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।
-
-
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)
-
গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিল শহরে।
-
কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
-
লক্ষ্য ছিল পৃথিবীর ওজোন স্তর হ্রাসে অবদান রাখে এমন রাসায়নিকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা (control production and use of ozone-depleting substances)।
-
-
কিয়োটো প্রোটোকল (Kyoto Protocol)
-
একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি (multilateral international agreement)।
-
স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রিনহাউজ গ্যাস (greenhouse gas) নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ (obligated to reduce emissions) করে।
-
প্রথম গৃহীত হয় ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে।
-
-
প্যারিস চুক্তি (Paris Agreement)
-
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের পর ফ্রান্সের প্যারিস শহরে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।
-
এগুলোকে একত্রে প্যারিস চুক্তি বা Peace of Paris বলা হয়।
-
0
Updated: 3 weeks ago