A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০৩ সালে
D
২০০৫ সালে
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি, যা জাতিসংঘের জৈব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের অংশ হিসেবে প্রণীত। এর মূল উদ্দেশ্য হলো জৈব প্রযুক্তি ও জৈবিক উৎসের নিরাপদ ব্যবহার ও পরিবহন নিশ্চিত করা, যাতে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।
তথ্যসমূহ:
-
কার্টাগেনা প্রটোকলের পূর্ণরূপ হলো Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
-
এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
প্রটোকলের মূল লক্ষ্য হলো জৈব প্রযুক্তি সংক্রান্ত ঝুঁকি কমানো এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।
-
প্রটোকল অনুমোদিত হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে, কলম্বিয়ার কার্টাগেনা শহরে, যার কারণে এর নামকরণ করা হয় কার্টাগেনা প্রটোকল নামে।
-
প্রটোকলটি গৃহীত ও কার্যকর করা হয় কানাডার মন্ট্রিল শহরে।
-
প্রটোকলে স্বাক্ষরিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
প্রটোকল কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১০৩টি।
-
প্রটোকল অনুমোদনকারী দেশ সংখ্যা ১৭৩টি।
-
বাংলাদেশ ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।

0
Updated: 22 hours ago
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 3 weeks ago
A
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
B
জৈব নিরাপত্তা
C
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক বাণিজ্য নীতি
কার্টাগেনা প্রটোকল
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
সংজ্ঞা: এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
উদ্দেশ্য: জৈবপ্রযুক্তি সংক্রান্ত সুরক্ষা এবং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ।
-
অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে – শহরের নামানুসারে প্রোটোকলের নামকরণ।
-
গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিয়েল শহরে গৃহীত ও কার্যকর।
-
স্বাক্ষর: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
স্বাক্ষর: ২০০০
-
অনুমোদন: ২০০৪
উৎস: UNTC ওয়েবসাইট [লিঙ্ক]

0
Updated: 3 weeks ago
কার্টাগেনা প্রটোকল মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 3 days ago
A
জৈব নিরাপত্তা
B
সমুদ্র দূষণ
C
বন্যপ্রাণী সংরক্ষণ
D
জলবায়ু পরিবর্তন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol on Biosafety)
-
পূর্ণ নাম: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
-
এটি একটি জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রটোকল।
-
কলম্বিয়ার কার্টাগেনা শহরে এর খসড়া অনুমোদিত হয়।
-
স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
বাংলাদেশ এই প্রটোকল ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন দেয়।
সূত্র: UNTC ওয়েবসাইট

0
Updated: 3 days ago
কার্টাগেনা প্রটোকল হচ্ছে-
Created: 3 weeks ago
A
জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
B
জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
C
জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
D
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol)
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
• এক নজরে কার্টাগেনা প্রটোকল:
কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯ তারিখে এটি কলম্বিয়ার কার্টাগেনা শহরে অনুমোদিত হয়। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- চুক্তি স্বাক্ষর - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।
উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago