A
পানি সম্পদ রক্ষা করা
B
সন্ত্রাস দমন করা
C
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
D
পরিবেশ দূষণ রােধ করা
উত্তরের বিবরণ
IUCN বা International Union for the Conservation of Nature হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে। এই সংস্থার লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং প্রজাতির অস্তিত্ব রক্ষা করা।
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮, ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
-
কার্যক্রম: বিশ্বের ১৭০টির অধিক দেশে কাজ করছে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
-
প্রজাতির বিভাগ: IUCN প্রজাতিকে নয়টি বিভাগে ভাগ করে—মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
-
প্রথম অধিবেশন: ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন: বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত।

0
Updated: 22 hours ago
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Created: 6 days ago
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট

0
Updated: 6 days ago
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
Created: 6 days ago
A
চীন, রাশিয়া
B
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
C
জাপান, থাইল্যান্ড
D
তাইওয়ান, হংকং
সানশাইন পলিসি (Sunshine Policy)
-
সানশাইন পলিসি মূলত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য তৈরি করা হয়।
-
১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এই নীতি গ্রহণ করে।
-
নীতির উদ্দেশ্য ছিল দুই কোরিয়ার মধ্যে বৈঠক ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করা।
-
এই নীতি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত কার্যকর ছিল।
মূল প্রবক্তা:
-
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং ছিলেন।
-
সানশাইন পলিসি বাস্তবায়নের কারণে তিনি ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
নীতির মূল তিনটি দিক:
-
উত্তরের কোনো সশস্ত্র উস্কানিকে সহ্য করা হবে না।
-
দক্ষিণ কোনোভাবেই উত্তরের উপর আধিপত্য বিস্তার করবে না।
-
দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতার প্রচেষ্টা করবে।
উৎস: Britannica

0
Updated: 6 days ago
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য (goals) রয়েছে?
Created: 6 days ago
A
১৫
B
১৭
C
২১
D
২৭
আন্তর্জাতিক বিষয়াবলি
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক তথ্য
বিসিএস
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)
২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর, জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDGs) বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়। এই SDGs-এর মাধ্যমে বিশ্বকে একটি টেকসই ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
-
মেয়াদকাল: ২০১৬ থেকে ২০৩০
-
বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি ২০১৬
-
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর ২০৩০
-
লক্ষ্যমাত্রা সংখ্যা: ১৭টি
-
টার্গেট সংখ্যা: ১৬৯টি
এসডিজির ১৭টি মূল লক্ষ্য:
১. দারিদ্র্য দূরীকরণ
২. ক্ষুধা নির্মূল
৩. সুস্বাস্থ্য ও সুস্থ জীবন
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি
৮. শোভন কাজ এবং অর্থনৈতিক উন্নয়ন
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন
১০. অসমতা হ্রাস
১১. টেকসই শহর ও সম্প্রদায়
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ
১৪. সমুদ্র ও জলজ জীবনের সংরক্ষণ
১৫. স্থলজ জীবন ও পরিবেশের সুরক্ষা
১৬. শান্তি, ন্যায় ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 6 days ago