কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
A
১০ আগস্ট, ২০২০
B
১৯ সেপ্টেম্বর, ২০২০
C
১৮ অক্টোবর, ২০২০
D
১৫ জুলাই, ২০২০
উত্তরের বিবরণ
১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করার চেষ্টা করে এবং বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে।
-
তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২০
-
মূল ঘটনা: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগ করে
-
উদ্দেশ্য: ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করা
0
Updated: 1 month ago
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Created: 3 months ago
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas
0
Updated: 3 months ago
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
Created: 1 month ago
A
ত্রিঙ্কোমালী
B
হাম্বানটোটা
C
গল বন্দর
D
পোর্ট অব কলম্বো
শ্রীলংকা
-
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
-
এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে।
-
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
-
বৃহত্তম শহর: কলম্বো।
-
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর
শ্রীলঙ্কার দক্ষিণে কলম্বোর পরে হাম্বানটোটা সমুদ্রবন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি ৯ ডিসেম্বর ২০১৭ সালে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। বন্দরটি কখনও কখনও মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামে পরিচিত।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?
Created: 2 months ago
A
বোমারু বিমান চালিত
B
মিগ চালিত
C
হেলিকপ্টার চালিত
D
শক্তিশালী রকেট চালিত
স্টিলথ ড্রোন
-
ড্রোন হলো এমন একটি বিমান যা মানুষের সাহায্য ছাড়া উড়তে পারে।
-
এটি সাধারণত Unmanned Aerial Vehicle (UAV) বা Remotely Piloted Aerial System (RPAS) নামেও পরিচিত।
-
অন্যান্য বিমানগুলোর তুলনায় ড্রোনের আকার ছোট এবং এটি মানুষ দ্বারা চালিত হয় না।
বিশেষ তথ্য:
-
যুক্তরাষ্ট্রের স্টিলথ ড্রোন মূলত একটি বোমা বহন করতে সক্ষম বিমান।
উৎস: The War Zone
0
Updated: 2 months ago